Jios new recharge plan 50 Rs cashback as well as benefits of Rs 600
WhatsApp Group Join Now

জিওর প্ল্যানের দাম দেখে, অনেক আগেই হাঁফ ধরেছিল গ্রাহকদের। এবার যদিও একটু স্বস্তি মিলেছে। টেলিকম অপারেটর রিলায়েন্স জিও (Jio) এখন এমন অনেক প্রিপেইড প্ল্যান অফার করছে, যেগুলও বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে।

Jio কোম্পানি তার গ্রাহকদের আকৃষ্ট করার জন্য অনেক অফারের সুবিধা দিয়ে চলেছে এবং এখন দীর্ঘ মেয়াদ সহ একটি প্ল্যানে বড় ক্যাশব্যাক দিচ্ছে, প্রায় 50 টাকা পর্যস্ত। এরই সঙ্গে খাবার ডেলিভারির ক্ষেত্রেও আলাদাভাবে বিশেষ ছাড় দিচ্ছে Jio।

আসলে, এই প্ল্যানের সাথে রিচার্জ করার ক্ষেত্রে, Swiggy One Lite-এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই প্ল্যানটি 50 টাকার ক্যাশব্যাকও দিচ্ছে। তার মানে এই প্ল্যান রিচার্জ করলে, প্রত্যেকেই প্রতিদিনের ডেটা এবং কলিংয়ের মতো সুবিধা সহ ক্যাশব্যাক এবং সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।

Jio-এর ক্যাশব্যাক প্ল্যান ও ফ্রি খাবার ডেলিভারি সুবিধা

প্ল্যানটির দাম 866 টাকা। এই প্ল্যানের রিচার্জে ব্যবহারকারীদের 50 টাকার ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। 866 টাকার পরবর্তী রিচার্জের ক্ষেত্রে এই ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ প্রথমবার রিচার্জ করলে যে ক্যাশব্যাক পাবেন, তা পরে 866 টাকা রিচার্জের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তখন আপনার জন্য প্ল্যানের দাম হবে 816 টাকা।

সুবিধার কথা বললে, এই প্ল্যানের সাথে আপনি 84 দিনের বৈধতার জন্য প্রতিদিন 2GB ডেটা পাবেন। সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিং ছাড়াও, রিচার্জে, আপনি প্রতিদিন 100টি SMS পাঠানোর বিকল্প পাবেন।

WhatsApp Group Join Now

জিওর এই প্ল্যানে 600 টাকার লাভ হবে 

অতিরিক্ত সুবিধা হিসাবে, এই প্ল্যানেই 3 মাসের জন্য 600 টাকা মূল্যের Swiggy One Lite সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে পরবর্তী 149 টাকার বেশি খাবারের অর্ডারের জন্য 10টি ফ্রি ডেলিভারি সুবিধা। 199 টাকার উপরে 10টি ফ্রি ইন্সটামার্ট ডেলিভারি এবং অনেক খাবারের আইটেমে 30 শতাংশ পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্টও দেবে এই অফার।

আরো পড়ুনঃ বছরে ৩ টি গ্যাস সিলিন্ডার ফ্রি! বিরাট ঘোষণা ১ টি রাজ্য সরকারের

আনলিমিটেড 5G সুবিধাও পাবেন

Jio গ্রাহকদের রিচার্জের ক্ষেত্রে Jio অ্যাপের সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে, সেই তালিকায় JioTV, JioCinema এবং JioCloud অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও যোগ্য ব্যবহারকারীদের এই রিচার্জের মাধ্যমে সীমাহীন 5G সুবিধা দেওয়া হচ্ছে। এর জন্য, ব্যবহারকারীর এলাকায় 5G পরিষেবা উপলব্ধ থাকতে হবে। আর একটি 5G স্মার্টফোনও থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *