রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য আবারও একটি বড় সুখবর নিয়ে আসলো। সম্প্রতি রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করার পর এবার Jio গ্রাহকদের জন্য নিয়ে এলো সাশ্রয়ী মূল্যের একটি বিশেষ রিচার্জ প্ল্যান। এই প্লানে কম খরচে দীর্ঘ মেয়দের বৈধতার পাশাপাশি প্রচুর পরিমাণে ডেটার সুবিধা পাবেন গ্রাহকরা।
রিলায়েন্স Jio-এর নতুন প্ল্যানের বিবরণ
যদি আপনি Jio-এর সিম ব্যবহার করে থাকেন তবে এই খবরটি আপনার জন্য দারুন সুখবর হতে চলেছে। জুলাই মাসে Jio তার বেশ কিছু রিচার্জ প্লানের দাম বাড়িয়ে দিয়েছিল। যার ফলে লক্ষ লক্ষ গ্রাহক BSNL-এ পোর্ট করে নিয়েছিলেন। তবে এবার গ্রাহকদের কথা মাথায় রেখে Jio নিয়ে আসলো দীর্ঘ বৈধতার সঙ্গে একটি দারুন সাশ্রয়ী রিচার্জ প্ল্যান।
যদি আপনি বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তবে এই নতুন প্ল্যানটি আপনার জন্য আদর্শ হতে পারে। একবার এই প্ল্যানটি রিচার্জ করলেই প্রায় ১০০ দিনের জন্য নিশ্চিত থাকতে পারবেন। এবার আমরা এই নতুন ৯৮ দিনের প্ল্যানের সমস্ত তথ্য জেনে নেব।
৯৮ দিনের বৈধতা মাত্র ৯৯৯ টাকায়
রিলায়েন্স Jio-এর এই নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম মাত্র ৯৯৯ টাকা। এই প্লানে ৯০ দিনের দীর্ঘ বৈধতা পাওয়া যাচ্ছে, যা প্রায় ১০০ দিনের সমান। এই প্লানের মাধ্যমে যে কোন নেটওয়ার্ক- এ ৯৮ দিনের জন্য আনলিমিটেড ফ্রি কলিং-এর সুবিধা পাওয়া যাবে।
প্রচুর ডেটার সুবিধা
এই প্ল্যানটি মূলত একটি 5G রিচার্জ প্ল্যান। আপনার এলাকায় যদি 5G নেটওয়ার্ক উপলব্ধ থাকে তাহলে আপনি আনলিমিটেড ফ্রি ডেটা ব্যবহার করতে পারবেন এই প্ল্যানটি চার্জ করে। তবে দৈনিক ডেটার সুবিধার কথা বললে এই প্ল্যানে ১৯৬ GB ডেটা পাওয়া যায়।
অর্থাৎ, প্রতিদিন ২ GB উচ্চগতির ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে। দৈনিক ডেটার সীমা শেষ হওয়ার পর স্পিড কমে গিয়ে ৬৪ KBPS-এ নেমে আসবে। তবে 5G উপলব্ধ থাকলে নিশ্চিন্তে নেটওয়ার্ক চালাতে পারবেন।
অতিরিক্ত সুবিধা
এই প্লানটির সঙ্গে রয়েছে কিছু অতিরিক্ত সুবিধা। যারা OTT স্ট্রিমিং পছন্দ করেন তারা এই প্ল্যানের সঙ্গে জিও সিনেমার সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাবেন। তবে মনে রাখতে হবে এটি জিও সিনেমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নয়। এছাড়াও জিও টিভি এবং জিও ক্লাউডের ফ্রি এক্সেসও প্ল্যানের ভিতরে থাকবে।
আরো পড়ুন: Jio এবং Airtel নতুন রিচার্জ প্ল্যান আনল, এবার সমস্ত গ্রাহকই খুশি
গ্রাহকদের জন্য বড় স্বস্তি
Jio-এর এই ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান ৪৯ কোটি গ্রাহকদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। বারবার রিচার্জ করার ঝামেলা এড়িয়ে মাত্র একবার রিচার্জ করলেই প্রায় ১০০ দিন নিশ্চিন্তে থাকা যাবে। তাই আপনার এলাকায় যদি 5G নেটওয়ার্ক থাকে এবং আপনি কম খরচে দীর্ঘমেয়াদী প্ল্যান খোঁজেন তাহলে এই প্ল্যানটি আপনার জন্য সেরা হতে পারে।