বর্তমান সময়ে মোবাইলে ডেটার প্রয়োজনীয়তা এতটাই বেড়েছে যে গ্রাহকরা সবসময় স্বল্প মূল্যের রিচার্জ প্ল্যান খোঁজেন। টেলিকম সংস্থা রিলায়েন্স জিও সম্প্রতি একটি নতুন প্ল্যান এনেছে, যা বাকিদের তুলনায় অনেকটাই সাশ্রয়ী।
এবার মাত্র ৪৯ টাকার প্ল্যান নিয়ে এসেছে জিও, যেখানে প্রতি GB ডেটার খরচ মাত্র ২ টাকা। এই প্ল্যানটি বাজারে এয়ারটেল এবং ভোডাফোনের একই দামের প্ল্যানকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
জিওর ৪৯ টাকার প্ল্যান
রিলায়েন্স জিওর ৪৯ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবেন সেগুলি হল-
- ২৫ পর্যন্ত GB ডেটা, তবে FUP লিমিট থাকবে।
- এই ডেটার মেয়াদ থাকবে মাত্র ১ দিন।
- প্রতি GB ডেটার খরচ পড়বে মাত্র ১.৯৬ টাকা।
এয়ারটেলের ৪৯ টাকার প্ল্যান
অন্যদিকে এয়ারটেলের ৪৯ টাকার প্ল্যানেও পাওয়া যাচ্ছে-
- ২০ GB পর্যন্ত FUP আনলিমিটেড ডাটা।
- এই প্লানের মেয়াদ থাকবে ১ দিন।
- এয়ারটেলের প্ল্যানে প্রতি GB ডাটার খরচ হবে ২.৪৫ টাকা।
এটি জিওর তুলনায় কিছুটা ব্যয়বহুল, কারণ ডেটার পরিমাণ কম এবং প্রতি GB এর খরচও অনেকটাই বেশি।
ভোডাফোনের ৪৯ টাকার প্ল্যান
ভোডাফোন আইডিয়া ৪৯ টাকার প্ল্যানে গ্রাহকদের যে সুবিধাগুলি দিচ্ছে তা হল-
- ২০ জিবি GB, তবে এখানে আনলিমিটেড ডেটার কোন রকম সুবিধা থাকবে না।
- মেয়াদ হবে ১ দিন।
- প্রতি GB ডেটার জন্য খরচ হবে ২.৪৫ টাকা।
তুলনামূলক বিশ্লেষণ
টেলিকম সংস্থা | ডেটা লিমিট | মেয়াদ | প্রতি GB খরচ |
জিও | ২৫ GB | ১ দিন | ১.৯৬ টাকা |
এয়ারটেল | ২০ GB | ১ দিন | ২.৪৫ টাকা |
ভোডাফোন | ২০ GB | ১ দিন | ২.৪৫ টাকা |
মুকেশ আম্বানি প্রমাণ করে দিয়েছে যে, সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পরিষেবা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। মাত্র ২ টাকায় প্রতি GB ডেটা প্রদান করে জিও ইতোমধ্যেই airtel এবং vodafone কে প্রতিযোগিতায় চাপে ফেলে দিয়েছে। এই ধরনের সাশ্রয়ী প্ল্যানের কারণে জিও আজও টেলিকম দুনিয়ায় শীর্ষে অবস্থান করছে।
আরও পড়ুন: বিধবা না হয়েও বিধবা ভাতা, প্রতিবন্ধী না হয়েও মানবিক ভাতা! রাজ্যে সরকারি প্রকল্পে দুর্নীতি ভরে গেছে
তথ্যপ্রযুক্তি নির্ভর এই যুগে ডেটা আরো সাশ্রয়ী করার এই উদ্যোগ নিঃসন্দেহে গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা। যদি আপনার বেশি পরিমাণে ডাটা প্রয়োজন হয় এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান খোঁজেন তাহলে জিওর এই প্ল্যানটি আপনার জন্য আদর্শ হতে পারে।