জিওর দীপাবলি অফার! ১ বছর আগে লঞ্চ হয়েছিল এই Jio ল্যপটপ, এখন দাম মাত্র এত টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গত বছর লঞ্চ হওয়া JioBook 11 ল্যাপটপ এখন ১৩ হাজার টাকারও কমে পাওয়া যাচ্ছে। যখন এই ল্যাপটপটি রিলায়েন্স জিও বাজারে লঞ্চ করেছিল তখনো এর দাম অবশ্য বেশি ছিল না। তবে দীপাবলীর আগে এর দাম ১৩,০০০ টাকার কমে চলে আসায় অনেকেই এটি কিনতে চাইবে। 

আপনিও যদি কম দামের মধ্যে ভালো একটি ল্যাপটপ নিতে চান তবে এই ল্যাপটপ সম্পর্কে আগে ভালো করে জেনে নিন। এই ল্যাপটপটি মূলত স্টুডেন্ট এবং প্রফেশনালদের জন্য খুবই ভালো, যাদের কম বাজেট রয়েছে এবং ল্যাপটপ দিয়ে লিমিটেড কিছু কাজ করতে চাই। 

এই ল্যাপটপটি এখন রিলায়েন্স ডিজিটাল স্টোর অথবা অনলাইন অ্যামাজনের মাধ্যমে কেনা যাচ্ছে। 

একবার ফুল চার্জ দিলে ৮ ঘন্টা চলবে 

কোম্পানি ক্লেইম করেছে যে জিও বুক ইলেভেন ল্যাপটপটি যদি আপনি একবার চার্জ দেন তাহলে এর ব্যাটারি ব্যাকআপ থাকবে আর গানটা অবধি। 

ল্যাপটপের ডিসপ্লে 

এই ল্যাপটপে ১১.৬ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এবং ল্যাপটপের মোট ওজন ৯৯০ গ্রাম অর্থাৎ খুবই হালকা। যেকোনো জায়গায় সমস্যা ছাড়াই আপনি এটি নিয়ে যেতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ল্যাপটপের স্টোরেজ 

এই জিওবুক ল্যাপটপে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ মেমোরি রয়েছে। এতে একটি বড় টাচপ্যাড এবং ইনফিনিটি কিবোর্ড আছে যার মাধ্যমে আপনি সহজেই টাইপিং এবং নেভিগেটিং করতে পারবেন। যদিও এর মাধ্যমে আপনি ভারী কোন সফটওয়্যার প্রসেসিং করতে পারবেন না। বেসিক কাজ, পড়াশোনার জন্য এই ল্যাপটপটি বেশি উপযোগী। 

আরও পড়ুনঃ পিএম ইন্টার্নশিপ-এর আবেদন শুরু হলো, বেকার হলেই মাসে ৫০০০ টাকা পাবেন

JioBook 11 ল্যাপটপের বর্তমান দাম 

আগের বছর ২০২৩ সালে যখন ল্যাপটপটি লঞ্চ করা হয় তখন ভারতীয় বাজারে এর দাম ছিল ১৯, টাকা এখন এটির দাম কমে দাঁড়িয়েছে ১২৮০০৯০ টাকা। 

Leave a Comment