ফ্রিজে বরফের পাহাড় জমছে? এই টিপসগুলি মানুন, বরফের চিহ্ন পাবেন না

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গরমকাল আসলেই যেন ফ্রিজ ছাড়া দিন চলে না। আর তেমনই ফ্রিজের (Fridge) একটি সবথেকে বড়সড় সমস্যা হয়ে দাঁড়ায় জমে ওঠা মোটা বরফের আস্তরণ। হ্যাঁ, বিশেষ করে যদি আপনার ফ্রিজটি সিঙ্গেল ডোর বা অটোমেটিক সুবিধা না থাকে, তাহলে তো আরো বড় ধরনের সমস্যা।

ফ্রিজ খুললেই শুধু বরফের গুহা। দরজা বন্ধ করতে গেলেও সমস্যা হয়। আর পরিষ্কারের চিন্তা মাথায় আসলেই মন খারাপ। তবে হ্যাঁ, একটু ধৈর্য ধরে কয়েকটি ঘরোয়া টিপস অবলম্বন করলেই বরফ জমতে দেওয়ার হাত থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু কীভাবে? চলুন এই প্রতিবেদনে জেনে নিই।

বরফ জমার কারণ কী?

আসলে অনেকেই হয়তো জানেন না যে, গরম খাবার বা আধা ঠাণ্ডা জল সরাসরি ফ্রিজে রেখে দিলে সেই বাষ্প থেকে দ্রুত বরফ জমে যায়। আর ফ্রিজের দরজা ঘন ঘন খোলাও বরফ জমার পিছনে সবথেকে বড় কারণ হতে পারে। ফ্রিজের ভিতর যত বেশি আদ্রতা থাকবে, তত বেশি বরফ জমবে।

বরফ কমাতে কী করবেন?

ফ্রিজের মধ্যে বরফ কমাতে প্রথমত কয়েকটি টিপস অবলম্বন করতে হবে। সেগুলি হল-

ডিফ্রস্ট বাটনের সঠিক ব্যবহার করুন

আপনার ফ্রিজে যদি ডিফ্রস্ট বাটন থাকে, তাহলে সপ্তাহে অন্তত একবার সেগুলিকে ব্যবহার করুন। আর এতে ফ্রিজের ভেতরে জমে থাকা বরফ খুব সহজে গলে যাবে এবং পরিষ্কার রাখতেও সাহায্য করবে। 

ম্যানুয়াল উপায় ব্যবহার করুন

যদি ডিফ্রস্ট সিস্টেম না থাকে, তাহলে প্রতি ১০ থেকে ১৫ দিন অন্তর ফ্রিজের বন্ধ দরজা খুলে রাখুন। হ্যাঁ, এতে এক ঘন্টার মধ্যেই বরফ গলে যাবে আর ফ্রিজ আগের মতই স্বাভাবিক কার্যক্ষমতায় ফিরে আসবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রান্না তেল বা ভ্যাসলিন

একটি ছোট টিপস অনেকেই হয়তো জানেন না। আর তা হলো ফ্রিজের দেওয়ালে অল্প করে রান্নার তেল বা ভ্যাসলিন লাগিয়ে রাখুন। এতে খুব সহজেই বরফ জমলে তা তুলে ফেলা যায়। হ্যাঁ, বরফ জমার হারও অনেকটা কমে।

আরও পড়ুন: ১ মে থেকে ৪৮টি ব্যাঙ্ক জুড়ে যাচ্ছে অন্য ব্যাঙ্কের সাথে! গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে?

তাপমাত্রা মাঝারি রাখুন

অনেকে হয়তো ভাবেন যে, যত ঠাণ্ডা তত ভালো। কিন্তু আসলে এটি ঠিক উল্টো। হ্যাঁ, ফ্রিজের তাপমাত্রা খুব কম রাখলে বরফ দ্রুত জমে আর বিদ্যুৎ খরচ বাড়ে। তাই মাঝারি স্তরে তাপমাত্রা রাখুন। এটিই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

আর এই সহজ কিছু নিয়ম মেনে চললে শুধুমাত্র যে বরফের ঝামেলা এড়ানো যাবে, তা নয়। বরং বিদ্যুতের বিল কমবে, পাশাপাশি ফ্রিজের আয়ুও বাড়বে। তাই আজকের দিনে দাঁড়িয়ে একবার টিপসগুলি অবলম্বন করে দেখুন। বরফের পাহাড় তো দূর হবেই। পাশাপাশি ফ্রিজ থাকবে পরিষ্কার এবং আপনিও থাকবেন নিশ্চিন্ত।

Leave a Comment