একবার চার্জ দিলেই চলবে ৪০০ কিমি.! জিওর নয়া চমক, দাম শুনলে আতকে উঠবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নেটওয়ার্ক জগতে বিপ্লবের পর এবার ইলেকট্রিক বাইসাইকেলের বাজারে নতুন চমক নিয়ে এসেছে রিলায়েন্স জিও। ফ্রি ইন্টারনেট, সস্তা রিচার্জ প্ল্যানের মত এবার জিও তাদের গ্রাহকদের জন্য এমন কিছু আনতে চলেছে, যা বাজারে রীতিমতো সাড়া ফেলে দেবে। জিও সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা এমন একটি ইলেকট্রিক বাইসাইকেল বাজারে আনবে যা একবার চার্জ দিয়ে ৪০০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। 

শুধু তাই নয়। জিওর এই সাইকেলটি পাওয়া যাবে একদম সাশ্রয়ী মূল্যে। এটি হতে চলেছে ভারতের সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকর ই-সাইকেল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, জিওর এই নতুন ই-বাইকের বিশেষ বৈশিষ্ট্য এবং সমস্ত ফিচার সম্পর্কে।

একবার চার্জেই ৪০০ কিলোমিটার

জিওর নতুন ই-বাইকে থাকবে উন্নতমানের লিথিয়াম আয়ন ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা সম্পন্ন। এই সাইকেলটি একবার চার্জ দিলেই ৪০০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এছাড়া মাত্র ৩ থেকে ৫ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

অর্থাৎ, ফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত রয়েছে এই সাইকেলটিতে। এখানেই শেষ নয়, বাইক থেকে ব্যাটারি খুলে অন্যত্র চার্জ দেওয়া যাবে। এর পাশাপাশি স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যুক্ত থাকবে, যা ব্যাটারির আয়ু আরও বাড়িয়ে দেবে।

শক্তিশালী মোটর, পাহাড়েও ছুটবে দুর্দান্ত গতিতে

জিওর এই ই-বাইকে থাকবে ২৫০ থেকে ৫০০ ওয়াটের একটি ইলেকট্রিক মোটর, যা সহজেই উচ্চ গতিতে চালানো যাবে। এমনকি পাহাড়ি রাস্তায় চড়তেও কোনরকম সমস্যা হবে না। এই সাইকেলটি ইকো মোড, নরমাল মোড, স্পোর্টস মোড সমস্ত, মোডেই চালানো যাবে। এছাড়া হঠাৎ চার্জ শেষ হয়ে গেলে কোন রকম সমস্যা নেই। কারণ এতে থাকবে প্যাডেল সাপোর্ট, যার মাধ্যমে সহজেই সাইকেলের মত চালানো যাবে।

স্মার্ট ফিচার এবং আধুনিক প্রযুক্তি

জিওর এই ই-বাইকে থাকবে বিভিন্ন স্মার্ট ফিচার, যা সাধারণ বাইকের থেকে সম্পূর্ণ আলাদা। এই বাইকে LED লাইট দেওয়া থাকবে, যা রাতে পরিষ্কার আলো দেবে। এছাড়া জিপিএস ট্র্যাকিং সিস্টেম দেওয়া থাকবে, যার মাধ্যমে আপনার বাইকের অবস্থান জানা যাবে। এর পাশাপাশি ব্লুটুথ মোবাইল অ্যাপ কানেক্টিভিটি সিস্টেম যুক্ত থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: ৫ দিন ঘরে বসে কাজ, বছরে ৪০ লাখ টাকা বেতন! লাগবে না কোন যোগ্যতা বা ডিগ্রি

দাম কত?

সাধারণত বাজারের ই-বাইকগুলির দাম ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু জানলে চমকে উঠবেন, জিওর এই ই-বাইকের দাম মাত্র ২৯,৯৯৯ টাকা। এটি ভারতের গ্রাহকদের জন্য এক দুর্দান্ত এবং সাশ্রয়ী ই-বাইক বিকল্প হতে চলেছে।

জিও যখনই কোন নতুন উদ্যোগ গ্রহণ করে তখন সেটি বাজারে সাড়া ফেলে দেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মাত্র ৩০ হাজার টাকার কম দামে ৪০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের এই বাইক সত্যিই বাজারে বিপ্লব আনতে চলেছে। এখন দেখার কবে এই ই-বাইকটি লঞ্চ হয়।

Leave a Comment