ChatGpt, Gemini-কে টেক্কা দেবে ভারতের AI! ১০ মাসের মধ্যে বদলে যাবে প্রযুক্তির দুনিয়া

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) দৌড়ে ভারতে নিজের স্থান শক্ত করতে চলেছে। সম্প্রতি ভারতের তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছে যে, আগামী ১০ মাসের মধ্যেই দেশীয় AI মডেল লঞ্চ করা হবে। দাভোসে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভারতের নিজস্ব AI সিস্টেম তৈরির জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষিত করা হচ্ছে ১৮,৬৯৩ GPEU প্রযুক্তির মাধ্যমে।

ভারতের AI মডেলের লক্ষ্য কী?

অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য অনুযায়ী জানা গেছে, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে মাথায় রেখে দেশীয় এআই মডেল তৈরি করা হবে। ইন্ডিয়া AI কম্পিউটার ফেসিলিটি এই মডেলের প্রশিক্ষণের কাজ চালাচ্ছে। অশ্বিনী বৈষ্ণবের মতে‘ডিপসিক এআই ২ হাজার জিপিইউ-তে প্রশিক্ষিত, চ্যাটজিপিটি ২৫ হাজার জিপিইউ ব্যবহার করেছে। আমাদের ইতোমধ্যেই ১৫,০০০ হাই-এন্ড GPEU রয়েছে, যার মধ্যে ১০ হাজার অপারেশনাল।’

কেন ভারত AI মডেল তৈরি করছে?

বর্তমান সময়ে ওপেন AI -এর চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, এবং চীনের ডিপসিক AI বাজারে আধিপত্য বিস্তার করেছে। ভারতের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি হলে দেশীয় তথ্যের সুরক্ষা ও নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। পাশাপাশি AI চালিত পরিষেবা ও গবেষণায় নির্ভরতা নিশ্চিত করা যাবে।

কবে আসতে পারে AI মডেল?

মন্ত্রীর দাবি অনুযায়ী, আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যেই ভারতে AI মডেল প্রস্তুত হয়ে যাবে। তবে লঞ্চ করতে আরো ১০ মাস সময় লাগবে। বর্তমানে ছয়টি প্রধান ডেভলপার সংস্থা এই প্রকল্পের কাজ চালাচ্ছে।

আরও পড়ুন: রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে কেন্দ্র, প্রকল্পের টাকা এবার সরাসরি জনগণের কাছে যাবে

বিশ্বের AI প্রতিযোগিতায় ভারতের স্থান

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় আমেরিকা এবং চীনের একাধিক প্রভাব রয়েছে। সম্প্রতি চীনের স্টার্টআপ ডিপসিক একটি ওপেন-সোর্স রিজনিং মডেল ‘ডিপসিক-আর১’ চালু করেছে, যা মার্কিন সংস্থা ওপেন AI -এর ওয়ান-১ মডেলকে প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। বাইটডান্সও তাদের নিজস্ব উন্নত AI মডেল লঞ্চ করছে।

এই প্রতিযোগিতার মধ্যে ভারতের নিজস্ব AI মডেল কতটা কার্যকরী হবে সেটা এখন দেখার বিষয়। তবে মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment