৫, ১০ হাজার না! এবার ভারতীয় রেলে ১.৫ লাখ পদে চাকরি হবে, বিস্তারিত আপডেট জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি কি একজন চাকরিপ্রার্থী? রেলে চাকরি করায় কি আপনার জীবনের অন্যতম স্বপ্ন? তাহলে আর চিন্তা করার কোন কারণ নেই। RRB খুব শীঘ্রই গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল ক্যাটাগরিতে প্রায় ১.৫ লক্ষ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে যা সমগ্র  ভারতের বেকার যুবক যুবতীদের জন্য একটা বড় সুখবর।

RRB তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই প্রায় দেড় লক্ষ কর্মীকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে যাতে সাধারণ মানুষ এবং রেল দপ্তর উপকৃত হয়।

আমরা সবাই জানি বর্তমান সমাজে শিক্ষিতের হারের সঙ্গে বেকারত্বের হারও পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে তাই সরকারি ক্ষেত্রে যে কোনো শূন্য পদের তৈরি হলেই মানুষ রীতিমত মুখিয়ে পড়ছেন।

কী কী পদের জন্য আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতাই বা কি চাওয়া হয়েছে আর কীভাবে করবেন  আবেদন আর কত টাকাই বা মাইনে দেওয়া হবে -এই প্রতিবেদনে সেই সব তথ্য আমরা জানিয়েছি।

কত সংখ্যক শূন্য পদ থাকবে?

RRB র তরফ থেকে জানানো হয়েছে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল পদে একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে আর খুব শীঘ্রই তার বিজ্ঞপ্তি প্রকাশ হবে যেখানে শূন্য পদের সংখ্যা থাকতে পারে প্রায় দেড় লক্ষ। 

এই শূন্য পদের মধ্যে ৯১৪৪ টি পদ থাকবে টেকনিশিয়ান পদের ও এসিস্ট্যান্ট পদে ৫৬৯৬ জনকে নিয়োগ করা হবে আর প্যারামেডিকেল হিসেবে এবং নন টেকনিশিয়ান হিসাবে ৫০,০০০ পদ থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই চাকরি করতে কী‌ যোগ্যতা লাগবে?

যারা এই পদে আবেদন  করতে চান তাদেরকে স্বিকৃতিপ্রাপ্ত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে আর বিভিন্ন রকম পোস্টের জন্য থাকবে বিভিন্ন ধরনের চাকরির যোগ্যতা।

RRB এর তরফে আরো বলা হয়েছে, যারা এখানে আবেদন করবেন তাদের বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছর। বেতন বিষয়ে এখনো সেভাবে কোন কিছু উল্লেখিত না হলেও কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতনের নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীরা বেতন পাবেন এটা বোঝাই‌ যায়।

আরো পড়ুনঃ কৃষক বন্ধুর টাকা ১৮ জুন তারিখে অনেকের ঢুকেছে, আপনি পেলেন কিনা এইভাবে দেখুন

এই পদে যদি আবেদন করতে চান তাহলে চাকরিপ্রার্থীদের প্রথমে অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে। এক্ষেত্রে  রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের যাবতীয় নথি দিয়ে সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন ও খুব ভালো করে ফর্ম পূরণ করতে হবে।

উল্লেখ্য , এই আবেদনের শেষ তারিখ সম্পর্কে এখনই বলা সম্ভব নয়, কারণ এখন‌ও পর্যন্ত সেরকম নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি কিছুই সামনে আসে নি। তাই আবেদনের শেষ তারিখ সম্পর্কে কিছু উল্লেখ করা হয় নি। তবে  অনুমান করা যাচ্ছে যে, পুরো জুলাই মাস ধরেই চলবে আবেদন প্রক্রিয়া।

Leave a Comment