অনলাইনে টাকা পাঠাতে গেলেই এবার দিতে হবে চার্জ, UPI-এর নতুন নিয়ম আসছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনলাইন পেমেন্ট সিস্টেমে এবার বড়সড় পরিবর্তন। যারা গুগল-পে ব্যবহার করে বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল পরিশোধ করতেন তাদের জন্য বড় ধাক্কা আসতে চলেছে। সম্প্রতি UPI পরিষেবা থেকে শুরু করে বিল পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ আরোপ করার একটি প্রবণতা দেখছে বিশেষজ্ঞরা। এবার এই তালিকায় গুগল-পে নাম লেখালো।

কোন কোন ক্ষেত্রে চার্জ নেওয়া হবে ?

Economic Times-এর সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে যদি কেউ বিল পেমেন্ট করে থাকেন তাহলে ০.৫% থেকে ১% অতিরিক্ত চার্জ নেওয়া হবে। এর পাশাপাশি GST নেওয়া হবে।

আগে গুগল-পের মাধ্যমে বিল পেমেন্ট করলে কোন রকম বাড়তি চার্জ দিতে লাগতো না। তবে এখন থেকে এই নিয়ম চালু হচ্ছে। যদিও গুগল-পে এখনো এই বিষয়ে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

মোবাইল রিচার্জেও কাটা হচ্ছে চার্জ

Economic Times-এর এই প্রতিবেদন অনুযায়ী, গত ১ বছর ধরে মোবাইল রিচার্জের ক্ষেত্রে গুগল-পে ব্যবহারকারীদের থেকে ৩ টাকা অতিরিক্ত চার্জ কাটা হচ্ছিল। এছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের সময় ১৫ টাকা প্রশাসনিক ফি নেওয়া হয়। এই অতিরিক্ত চার্জ অ্যাপে প্রসেসিং ফি নামে উল্লেখ করা থাকছে।

আরও পড়ুন: ডিএ এখন অতীত, সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় বাড়ছে ৩৫% পর্যন্ত

UPI ট্রানজেকশনের উপরেও চার্জ বসতে পারে

এখনো পর্যন্ত UPI লেনদেনের ক্ষেত্রে গুগল-পে কোনরকম অতিরিক্ত চার্জ নেয় না। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিষেবা সংস্থা PWC-এর একটি রিপোর্ট অনুযায়ী, UPI ট্রানজাকশনের ক্ষেত্রেও স্টেকহোল্ডারদের ০.২৫% অর্থ ব্যয় করতে হয়। 

তাই অনেক ফিনটেক কোম্পানি এই খরচ পূরণের জন্য নতুন রেভিনিউ মডেল তৈরি করছে। যদিও ভারত সরকার এখনো পর্যন্ত ইউপিআই লেনদেনকে সম্পূর্ণ বিনামূল্যে করে রেখেছে। তবে ভবিষ্যতে এই সমস্ত পরিষেবায়ও চার্জ বসানো হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment