আর্থিক লেনদেনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্যান কার্ড (PAN Card)। তবে এবার কেন্দ্র সরকার সেই প্যান কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনল। নতুন নিয়ম অনুযায়ী, প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। আর এই কাজ না করলে দিতে হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা। সেইসাথে আরও একটি কারনে প্যান কার্ড ধারককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সেই বিষয়েই আমরা আপনাকে জানাবো।
প্যান কার্ডে শুরু থেকেই আধার লিঙ্ক বাধ্যতামূলক
১ জুলাই, ২০২৫ থেকে এবার যে কেউ প্যান কার্ডের জন্য আবেদন করলে শুরুতেই আধার কার্ড বাধ্যমূলকভাবে লিঙ্ক করতে হবে। কারণ, এখন থেকে আধার ভিত্তিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। আর প্যান-আধার লিঙ্ক না থাকলে আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আয়কর দপ্তর। এমনকি শুধু নতুন আবেদনকারী নয়, পুরনোদেরও ৩১ ডিসেম্বরের মধ্যে লিঙ্ক করতে হবে।
প্যান কার্ড নিষ্ক্রিয় হলে কী হবে?
যদি আপনি আধার লিঙ্ক না করার কারণে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে বড়সড় বিপদে পড়বেন। প্রথমত, আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন না। দ্বিতীয়ত, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা লেনদেন করতে পারবেন না। এছাড়া শেয়ারবাজার, বীমা ফান্ড, কোথাও বিনিয়োগ করতে পারবেন না। পাশাপাশি প্রোপার্টি কেনাবেচাও করতে পারবেন না। আর সবথেকে বড় ব্যাপার, নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার করলে প্রতিবার ১০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে।
দুটি প্যান কার্ড থাকলে কী করবেন?
অনেক সময় নাম পরিবর্তন, বিবাহ কিংবা ঠিকানা বদলের পর মানুষ আবার নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করে। এর ফলে হাতে দুটি প্যান কার্ড চলে আসে। তবে আয়কর আইন ২৭২বি ধারা অনুযায়ী দুটি প্যান কার্ড রাখলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হয়। তাই যদি আপনার মনে যদি সন্দেহ থাকে যে, আপনার নামে একাধিক প্যান কার্ড রয়েছে, তাহলে অবিলম্বে ই-ফাইলিং পোর্টালে গিয়ে যাচাই করে ফেলুন।
তবে উল্লেখ করার বিষয়, কিছু বিশেষ ক্ষেত্রে সরকার প্যান এবং আধার লিঙ্ক থেকে ছাড় দিচ্ছে। প্রথমত, জন্মু ও কাশ্মীর, অসম, মেঘালয়ের বাসিন্দারা। দ্বিতীয়ত, বিদেশে থাকা ব্যক্তিরা এবং যাদের আধার নেওয়া বাধ্যতামূলক নয়, তাদের জন্য এই আধার-প্যান লিঙ্ক না করলেও হবে।
কীভাবে করবেন প্যান-আধার লিঙ্ক?
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে আয়কর দপ্তরের অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
- তারপর প্যান কার্ড এবং আধার কার্ডের নম্বর ইনপুট করতে হবে।
- এরপর মোবাইলে আসা ওটিপি যাচাই করতে হবে।
- সবশেষে সাবমিট করে দিলেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।
বলে রাখি, আয়কর দপ্তরের ওয়েবসাইটে গিয়ে প্যান ভেরিফিকেশন অপশন ব্যবহার করেও জেনে নিতে পারবেন যে, আপনার নামে কটি প্যান কার্ড রয়েছে। যদি দুটি থাকে, তাহলে অতিরিক্ত প্যান কার্ডটিকে সারেন্ডার করার জন্য ফর্ম জমা দিতে হবে।
