বর্তমানে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে, যার ফলে মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠছে।বিদ্যুতের খরচ বাবদ বিদ্যুৎ সংস্থাকে টাকা তো দিতেই হয় আর এই টাকা যদি না দেওয়া হয়, তাহলে বাড়ির ইলেকট্রিক সংযোগ কেটে দেবে বিদ্যুৎ সংস্থা।
বিভিন্ন সময় দেখা যায় যে, অনেক গ্রাহক ঠিক সময় মতো বিদ্যুৎ বিল দেন না,যে কারণে বিদ্যুৎ সংস্থা তাদের বাড়িতে নোটিশ পাঠান, অনেক ক্ষেত্রে দেখা যায় নোটিশ পাঠানোর পরেও সেরকম কোন হেলদোল দেখতে পাওয়া যায় না, বিদ্যুতের বিল দেওয়ার বিষয়ে।
এই কারণে সম্প্রতি বিদ্যুৎ সংস্থা একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যুৎ সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে যে, অনেক গ্রাহককে বারবার নোটিশ পাঠিয়ে সতর্ককরণ করার পরেও বিদ্যুতের বিল তারা মেটায় নি, এই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছেন সেই সব গ্রাহকদের নাম অর্থাৎ যে সব গ্রাহকরা বিদ্যুৎ বিল মেটান নি, তাদের নাম হোডিং এ ছাপিয়ে রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন আর সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছেন তারা।
আমরা সাধারণত দেখে থাকি যে, কোনো গ্রাহক বিদ্যুতের বিল না মেটালে বিদ্যুৎ সংস্থা সেই গ্রাহকের বাড়িতে প্রথমে একটি নোটিশ পাঠায় তারপরও যদি বিল না দেওয়া হয় তাহলে সেই বাড়ির ইলেকট্রিসিটি কানেকশন কেটে দেওয়া হয়।
তবে সম্প্রতি একটি বিদ্যুৎ সংস্থা নোটিশ পাঠানোর পর ও টাকা না দেওয়ায় বিদ্যুৎ কানেকশন না কেটে দিয়ে সেই গ্রাহকদের নামের একটি তালিকা তৈরি করে হোডিং এর মাধ্যমে রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে দেয়,তবে এটি এ রাজ্যের ঘটনা নয়, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটেছে এমন ঘটনা।
মধ্যপ্রদেশের গোয়ালিয়রের মধ্যক্ষেত্র বিদ্যুৎ বিতরণ সংস্থা তাদের এই সাম্প্রতিক কালে নেওয়া উদ্যোগ সম্পর্কে বলেছেন যে, দীর্ঘ সময় ধরেই এমনই সমস্যায় ভুগছিলেন তারা, একাধিকবার সতর্ক করার পর ও
নোটিশ পাঠানোর পরও কোনও লাভ হয় নি। গ্রাহকরা ঠিক সময় বিদ্যুৎ বিল না দেওয়ায় বকেয়া টাকার পরিমাণ অনেক বেশি হওয়ায়, বিদ্যুৎ সংস্থা রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাই বিদ্যুৎ কানেকশন না কেটে তারা সরাসরি এরকম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানান।
মধ্যক্ষেত্র বিদ্যুৎ বিতরণ সংস্থার জেনারেল ম্যানেজার নিতিন মাঙ্গলিক তার কথায় বলেছেন যে, অনেকদিন বকেয়া মেটানোর কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় নি। গ্রাহকদেরও অনেক দিন সময় দেওয়া হয়ে ছিলো কিন্তু কোনও কিছুই যখন কাজ হচ্ছিলো না, তখন এই বিদ্যুৎ সংস্থা বিদ্যুতের বিল না মেটানো গ্রাহকেদের নাম জনসম্মুখে আনে ও ব্যানার দিয়ে রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে দেয় যাতে গ্রাহকেরা লোকলজ্জার ভয়ে অন্তত বকেয়া মিটিয়ে দিতে বাধ্য হন।
আরো পড়ুন: ব্যাঙ্কে টাকা রাখছে না সাধারণ মানুষ! টাকা রাখছে এইসব জায়গায়
একই সাথে তারা আরো জানান যে, যাদের বিপুল পরিমাণ টাকা বকেয়া আছে, তাদের নাম প্রথম দিকে আছে, টাকার পরিমান অনুযায়ী পরপর নামের তালিকা দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে, মোট ২০টি জোন থেকে বিদ্যুৎ বিল না মেটানো গ্রাহকদের নাম চিহ্নিত করে জনসমক্ষে আনা হয়েছে। বিদ্যুৎ সংস্থার ম্যানেজার আরও বলেন যে, শুধু গোয়ালিয়র শহরেই ৫৩০ কোটি টাকার বিদ্যুতের বিল বকেয়া আছে।
এ প্রসঙ্গে আরো তারা জানিয়েছেন যে কয়েক হাজার গ্রাহক বকেয়া মেটান নি তবে এক্ষেত্রে তারা সকলের নাম একসাথে প্রকাশ করেন নি, আপাতত যাদের বকেয়ার পরিমাণ বেশি তাদের নামই প্রকাশ্যে আনা হয়েছে। এরপরে এর থেকে যাদের বকেয়া টাকা কম আছে তাদের নাম প্রকাশ্যে আনা হবে।