বর্তমান সময় দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয়পত্র নয়, বরং প্রতিটি নাগরিকের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। স্কুলের ভর্তি থেকে শুরু করে রেশন, কেওয়াইসি, ব্যাংকের লেনদেন, এমনকি ছোটখাটো সাবসিডি পেতেও এখন আধার কার্ডের ভূমিকা অনস্বীকার্য।
তবে শুধু যে আধার কার্ড থাকলেই চলবে এমনটা নয়। আধার কার্ডের সাথে যদি ফোন নাম্বার, প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, তাহলে ভবিষ্যতে বিভিন্ন কাজ আটকে যেতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক, কেন এই তিনটি জিনিস লিঙ্ক করা জরুরী।
ফোন নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক
আপনি যদি কোনও সরকারি স্কুলের জন্য আবেদন করেন বা ব্যাংকে কেওয়াইসি করতে চান, তাহলে প্রথমেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বারে ওটিপি পাঠানো হয়। তবে যদি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিংক করা না থাকে, তাহলে এই ওটিপি ঢুকবে না।
ফলে ব্যাংকের কেওয়াইসি, সাবসিডি, এমনকি অনেক সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন। এমনকি যদি পুরনো নম্বর বন্ধ হয়ে যায় বা নতুন নম্বর ব্যবহার করেন, তাহলে নিকটস্থ কোনও আধার কেন্দ্রে গিয়েও আপডেট করে নিতে পারেন।
প্যান কার্ড লিংক করা না থাকলে আর্থিক লেনদেনে পোহাতে হবে ঝামেলা
প্যান কার্ড অর্থ দপ্তরের জারি করা ১০ ডিজিটের একটি আলফা নিউমেরিক কোড। আর এটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নানা রকম সমস্যা হতে পারে। পাশাপাশি লোন নিতে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড পেতেও সমস্যা হতে পারে।
এমনকি কিছু ক্ষেত্রে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে বড় অঙ্কের লেনদেন বা আয়কর রিটার্ন ফাইল করার সময় বাধা আসতে পারে।
ব্যাংক অ্যাকাউন্ট লিংক না থাকলে বন্ধ হবে সরকারি সুবিধা
অনেকেই হয়তো জানেন না, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে সরকারি সুবিধা পাওয়া যায় না। যেমন ডিবিটি এর টাকা ঢোকেনা, এলপিজি গ্যাসের সাবসিডি পেতে অসুবিধা হতে পারে। ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ বা প্রবীণ নাগরিকদের পেনশনও আটকে যেতে পারে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে।
তাই একটি ছোট্ট ভুল বা অবহেলার কারণে খোয়া যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ডিজিটাল দুনিয়ায় প্রত্যেক কাজেই আমাদের আধার কার্ড সবথেকে বড় ভূমিকা রাখে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর, প্যান কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট লিংক করে ফেলুন।