পরীক্ষার 69 দিন পরে ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার। মে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকেই বেরিয়ে যাবে রেজাল্ট। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। যে শিক্ষার্থীরা WBCHSE এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং ফলাফলের জন্য দিন গুণছেন, তাঁদের জন্য দারুণ খবর। রেজাল্ট প্রকাশ হলেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নিজেদের মার্কশিট ডাউনলোড করতে পারবেন (wbresults.nic.in বা wbchse.wb.gov.in)।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট কত তারিখে বেরোব?
আগের শিক্ষাবর্ষে, WBCHSE 24 মে, 2023 তারিখে 12 তম শ্রেণীর ফলাফল ঘোষণা করেছিল। কিন্তু চলতি বছরে ফল প্রকাশের তারিখ অনেকটাই এগিয়ে আনা হয়েছে। মাধ্যমিকের ফল প্রকাশের গায়ে গায়েই রিলিজ করা হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। জানা গিয়েছে, আসন্ন মে মাসের প্রথম সপ্তাহে নয়, দ্বিতীয় সপ্তাহের একেবারে প্রথম দিকে অর্থাৎ 8 (আট) মে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
আরো পড়ুনঃ মাধ্যমিকের রেজাল্ট এত তারিখে প্রকাশিত হবে, সঠিক জানিয়ে দিল পর্ষদ
কীভাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করবেন?
ধাপ 1: অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in ভিজিট করুন।
ধাপ 2: হোমপেজে, ‘WBCHSE Class 12 Result’ শিরোনামের লিঙ্কটিতে ক্লিক করুন।
ধাপ 3: রোল নম্বর এবং জন্মতারিখ (DOB) লিখতে অনুরোধ করে আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে।
ধাপ 4: নিজের বিবরণ ইনপুট করুন এবং ‘Enter’ এ ক্লিক করে এগিয়ে যান।
ধাপ 5: 2024 সালের জন্য WBCHSE Class 12 এর ফলাফল স্ক্রিনে দেখা যাবে
ধাপ 6: এবার আপনার ফলাফল ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি হার্ড কপি সঙ্গে রাখতে ভুলবেন না।
আরো পড়ুনঃ রাজ্যে এক ধাক্কায় ২৫,৭৫৩ চাকরি বাতিল! গরমের ছুটির পর স্কুলে কারা ক্লাস নেবে?
উচ্চ মাধ্যমিকের মার্কশিট কবে হাতে পাবেন?
অনলাইনে পাওয়া পশ্চিমবঙ্গ এইচএস রেজাল্ট হল একটি অস্থায়ী নথি, তাই অনলাইনে ঘোষণা করার পর পড়ুয়াদের অবিলম্বে নিজেদের স্কুল বা কাউন্সিলের কার্যালয় থেকে নিজেদের মূল মার্কশিট তুলে নিতে হবে। এবার মার্কশিট কবে দেওয়া হবে, সেটা খুব শীঘ্রই জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সাধারণত রেজাল্ট আউটের 15 দিন পর দেওয়া হয়।