বাড়তে থাকা আলুর দাম নিয়ে রেগে আগুন রাজ্য। এত দাম বাড়লে সংসার চলবে কীভাবে? এখনও অনেক জায়গাতে প্রতি কেজি আলু 35 টাকা বা তার বেশি দামেই বিক্রি হচ্ছে। আপনার এলাকার বাজারে কত টাকায় কিনতে পাওয়া যাচ্ছে আলু?
হাওড়ার বাজারে আলুর দাম
হাওড়ার বাজারে 34 থেকে 35 টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হয়েছে।
38 থেকে 40 টাকা কেজি দরে চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে।
আসানসোলের বাজারে আলুর দাম
35 থেকে 38 টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হয়েছে।
38 থেকে 40 টাকা কেজি দরে চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে।
মেদিনীপুরের বাজারে আলুর দাম
কিছুটা কম, 30 থেকে 32 টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হয়েছে পূর্বে। চন্দ্রমুখী আলু পাওয়া যাচ্ছে না।
পশ্চিম মেদিনীপুরে আবার 35 টাকা কেজি দরে আলু বিক্রি হয়েছে।
বাঁকুড়ার বাজারে আলুর দাম
এই জেলায় যদিও পর্যাপ্ত আলুর জোগান রয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। দামও আগের থেকে কম। আলু বিক্রি হয়েছে 30 টাকা কেজি দরে।
হুগলির বাজারে আলুর দাম
32 টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে আলু। বেশি করে কিনলে 30 টাকায় দেওয়া হচ্ছে।
দক্ষিণ 24 পরগণার বাজারে আলুর দাম
দক্ষিণ ২৪ পরগনায় জ্যোতি আলু বিক্রি হয়েছে 32 টাকায়। প্রতি কেজিতে 6 থেকে 8 টাকা দাম কমে গিয়েছে আলুর। চন্দ্রমুখী আলু 36 থেকে 38 টাকা কেজি।
প্রসঙ্গত, কলকাতার বাজারেও আলু এখন আকাশচুম্বী। পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের বাজারের অবস্থাও একইরকম। ধর্মঘটের আগে যা দাম ছিল, তার সঙ্গে এখন দামের তেমন কিছু ফারাক নেই। কবে যে দাম করবে, তা নিয়ে চিন্তিত সকলেই।
আলুর দাম 30 টাকার নীচে নামলে আরও খুশি হবেন বলে জানাচ্ছেন ক্রেতারা। আর জ্যোতি আলুর দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও চন্দ্রমুখী আলুর দাম যে খুব একটা কমবে তাও মনে করা হচ্ছে না।