রেশন কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক করবেন কীভাবে? রইল সম্পূর্ণ পদ্ধতি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেশন কার্ড সংক্রান্ত যেকোনও অনলাইন পরিষেবা পাওয়ার জন্য এখন অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকা জরুরী। পশ্চিমবঙ্গ খাদ্য এবং সরবরাহ দপ্তরের ডিজিটাল পরিষেবা ব্যবস্থায় পরিবর্তন আসার পর নতুন সদস্য যোগ করা থেকে শুরু করে ক্যাটাগরি পরিবর্তন বা ই-রেশন কার্ড ডাউনলোড, সবকিছুর ক্ষেত্রেই মোবাইল নম্বর বাধ্যতামূলক। কিন্তু যারা এখনো মোবাইল নম্বর লিঙ্ক করেননি, তারা করবেন কীভাবে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার পদ্ধতি

রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনাকে শুধু নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—

  • প্রথমে যেকোনও ব্রাউজার থেকে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এ ভিজিট করুন। এখানে আপনি রেশন সংক্রান্ত সমস্ত পরিষেবা পাবেন।
  • এরপর হোমপেজ একটু নীচের দিকে স্ক্রল করে নামলে E-Ration Card নামের একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
  • এরপর নতুন উইন্ডোতে “Click here to download e-Ration Card” অপশন পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
  • এরপর রেশন কার্ডের নম্বর লিখতে হবে। লিখে ক্যাপচা কোচ দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। 
  • যদি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে সিস্টেম অটোমেটিক দেখিয়ে দেবে। 
  • এরপর পরিবারের সদস্যদের তালিকা দেখা যাবে। যার আধার নম্বর লিঙ্ক করা রয়েছে, তার নামের পাশে Send OTP-তে ক্লিক করুন।
  • এরপর আধার নম্বর লিঙ্ক করা মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে ভেরিফাই করুন।
  • ভেরিফিকেশন সম্পন্ন হলেই আপনাকে একটি নতুন মোবাইল নম্বর দিতে বলা হবে। আর এখানে আপনি আপনার যেকোনও একটি চালু নম্বর দিতে পারবেন। আধার লিঙ্ক থাকার দরকার নেই।
  • এরপর পুনরায় Send OTP অপশনটিতে ক্লিক করুন।
  • তারপর নতুন নম্বরে আসা ৪ সংখ্যার ওটিপি লিখে ভেরিফাই এবং সাবমিট করুন।

ব্যাস, এটুকু করলেই আপনার রেশন কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক হয়ে যাবে এবং সমস্ত সরকারি সুবিধা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুনঃ ৩০০ টাকা কমে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার! কোন শহরে কত দাম দেখুন

রেশনের সাথে ফোন নম্বর লিঙ্ক থাকলে কী সুবিধা পাবেন?

রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করলে নম্বরটি পরিবারের কমন মোবাইল নম্বর হিসেবে রেজিস্টার হবে। আর এই রেশন কার্ড ডাউনলোড করতে কোনওরকম সমস্যা হবে না। পাশাপাশি নতুন সদস্য যোগ, ঠিকানা সংশোধন, ক্যাটাগরি পরিবর্তন ইত্যাদি যেকোনও অনলাইন কাজ আপনার মোবাইলে আসা ওটিপি দিয়ে করে করতে পারবেন। অফিসে দাঁড়িয়ে লাইন দেওয়ার আর কোনও ঝামেলা পোহাতে হবে না। তাই এখনই রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে ফেলুন।

Leave a Comment