কম বেশি আমরা সকলেই জানি যে, আন্তর্জাতিক বাজারে প্রতিটি দেশের মুদ্রার মান নির্ধারণ করা হয় ডলারের মাধ্যমে। তবে শুধু ডলারের মূল্য জানলে তো আর হবে না। আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের মুদ্রার ফারাক কতটা, সে সম্পর্কে একটু নজর রাখতে হবে। বিশেষ করে সেই দেশ যদি হয় সন্ত্রাসের দেশ বা পাকিস্তান। তাহলে তো আলোচনা শিরোনামে উঠে আসে।
ভারতের ১ টাকা পাকিস্তানের কত রুপি?
বর্তমানে ১ ভারতীয় রুপির বিনিময়ে পাকিস্তানের প্রায় ৩.২৮ পাকিস্তানি রুপি পাওয়া যায়। অর্থাৎ, আপনি যদি ভারতে ১ টাকা পান, তাহলে সেই একই টাকা পাকিস্তানে গিয়ে বদলালে ৩ টাকার বেশি পাবেন।
এবার ধরুন আপনি ১ লক্ষ ভারতীয় টাকা নিয়ে পাকিস্তানে গেলেন। এবার সেখানে তার মূল্য হয়ে দাঁড়াবে ৩,২৮,৬৪১.৭৬ পাকিস্তানের রুপি। আবার উল্টো দিক দিয়ে যদি একজন পাকিস্তানি মানুষ ১ লক্ষ পাকিস্তানি রুপি নিয়ে ভারতে আসে, তাহলে তার মূল্য দাঁড়াবে মাত্র ৩০,৪২৮.২৭ ভারতীয় টাকা।
পাকিস্তানের অর্থনৈতিক সংকট
এখন সবথেকে বড় প্রশ্ন উঠছে, এই বিরাট পার্থক্যের পেছনে আসলে কারণ লুকিয়ে আছে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির ভিতরে? পাকিস্তানে দীর্ঘদিন ধরেই চলছে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, চরম দারিদ্রতা, ঋণের বোঝা, অর্থনৈতিক অস্থিরতা।
আর এই সবকিছু মিলিয়েই পাকিস্তানের অর্থনীতি একেবারে টালমাটাল অবস্থা। জানা যাচ্ছে, এখন ১ মার্কিন ডলারের বিনিময়ে পাকিস্তানকে দিতে হচ্ছে ২৮১.১৬ পাকিস্তানি রুপি, যা অর্থনৈতিক দুর্বলতার সবথেকে বড় প্রমাণ।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের নতুন স্নেহের পরশ প্রকল্পে মিলছে ১০০০ টাকা, যে কেউ আবেদন করতে পারবে
ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব
ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বা যুদ্ধের আবহ ঠিক যখনি তৈরি হয়, তার আঁচ প্রথমেই গিয়ে পড়ে সাধারণ মানুষের জীবনে। বিশেষ করে পাকিস্তানে আন্তর্জাতিক বিনিয়োগ দিনের পর দিন কমে যায়, বাজারের অস্থিরতা বাড়ে এবং মুদ্রার মান পড়ে যায় তলানিতে।
আর যতদিন এগোচ্ছে, পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা আরও বড় আকার ধারণ করছে। ভারতের মতো প্রতিবেশী দেশের তুলনায় তারা এখন অনেকটাই পিছিয়ে রয়েছে অর্থনৈতিক দিক দিয়ে। আর তার প্রমাণ এই মুদ্রার ব্যবধান।