আপনি কি একজন সরকারি কর্মচারী হয়ে নিয়মিত রেশন নিচ্ছেন? তাহলে এবার আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। হ্যাঁ, দিল্লি সরকার এক ভয়াবহ জালিয়াতির পর্দা ফাঁস করেছে সবার মাঝে।
যেখানে বিনামূল্যে রেশন নেওয়ার তালিকায় জড়িত হয়ে পড়েছে সরকারি কর্মচারীরা। আসলে দিল্লি সরকারের আইটি বিভাগ সম্প্রতি এমন একটি তথ্য সামনে এনেছে, যা চমক দিয়েছে সাধারণ মানুষকে। সরকারের নথিপত্র অনুযায়ী, অন্তত ৫৬০০ সরকারি কর্মচারী এখনো পর্যন্ত ভর্তুকিযুক্ত বিনামূল্য রেশন নিয়ে যাচ্ছে।
এমনকি এর মধ্যে ৩৯৫ জন পরিবারের প্রধান। আর এই ব্যক্তিদের অনেকেই উচ্চ পদে কর্মরত। অথচ সাধারণ দরিদ্রদের মধ্যে বিনামূল্য রেশন তুলে যাচ্ছে দিনের পর দিন।
কীভাবে ফাঁস হলো এই কেলেঙ্কারির ঘটনা?
আসলে খাদ্য ও সরবরাহ বিভাগ, বেতন ও হিসাব নিকাশ ও রাজস্ব দপ্তরের তথ্য যখন আইটি বিভাগের কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিল, তখন প্রথম ধরা পড়েছিল এই গলদ। তথ্য বিশ্লেষণের সময় দেখা যায় যে, রেশন কার্ডের তালিকায় অনেক নাম রয়েছে, যারা সরকারি কর্মচারীদের বেতন স্লিপের সঙ্গে মিলে যাচ্ছে। এমনকি ৫৬২১ জন কর্মীর নাম মিলে গিয়েছে দিল্লি সরকারের কর্মচারীদের তালিকা সঙ্গে।
আইনি পদক্ষেপের পথে নামলো সরকার
আইটি বিভাগ ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তর গুলোকে একটি তালিকা পাঠিয়ে দিয়েছে। প্রত্যেক কর্মীর রেশন কার্ডের নাম্বার, কর্মচারী কোড, পদমর্যাদা সহ সম্পূর্ণ তথ্য ওই তালিকায় সংরক্ষিত রয়েছে। এবার এই তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
হ্যাঁ, এমনটাই জানাচ্ছে দিল্লি সরকার। শুধু তাই নয়, যারা ইতিমধ্যেই ভর্তুকি যুক্ত নিয়ে ফেলেছেন, তাদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে।
আরও পড়ুন: মাত্র তিন দিনের প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট ও চাকরি! বেকারদের সেরা সুযোগ
আর এই ঘটনা সামনে আসার পর থেকে কেন্দ্র এবং রাজ্য প্রশাসন রেশন ব্যাবস্থায় স্বচ্ছতা আনার জন্য আরো একধাপ এগোতে চলেছে। তৈরি করা হচ্ছে ইউনিফাইড ডেটা হাব। আর যার মাধ্যমে সমস্ত বিভাগের তথ্য একত্রিত করা হবে। ফলে ভবিষ্যৎ-এ একাধিক প্রকল্পে একই ব্যক্তি ভুয়ো পরিচয়ের সুবিধা আর নিতে পারবে না।