পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলের বসবাসকারীদের জন্য এবার বিরাট সুখবর। কারণ, ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি করতে আর দফতরে দফতরে ঘুরতে হবে না। এখন বাড়িতে বসে মোবাইল ফোন ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই তা বানিয়ে নিতে পারবেন। রাজ্য সরকারের WBPMS পোর্টাল এই পরিষেবা এবার সবার কাছে পৌঁছে দিচ্ছে।
ডিজিটাল সার্টিফিকেট কেন জরুরী?
আসলে আগের হাতে লেখা সার্টিফিকেট এখন প্রায় সবক্ষেত্রেই অকার্যকর হয়ে গিয়েছে। স্কুল কলেজে ভর্তি, স্কলারশিপে আবেদন কিংবা চাকরির পরীক্ষা বা যে কোনও সরকারি প্রকল্প, সব জায়গায় ডিজিটাল সই করা সার্টিফিকেট দরকার হয়। আর এই WBPMS পোর্টালের মাধ্যমে সবাই এখন ডিজিটাল সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে।
আবেদন করতে কোন কোন ডকুমেন্ট লাগবে?
অনলাইনে আবেদন করার জন্য আপনাকে আগে থেকে কিছু নথি প্রস্তুত রাখতে হবে। আর সেগুলি হল—
- পাসপোর্ট সাইজের রঙিন এক কপি ছবি।
- ভোটার আইডি কার্ড।
- আধার কার্ডের জেরক্স কপি।
- পঞ্চায়েত মেম্বারের সার্টিফিকেট। তবে হ্যাঁ, সেক্ষেত্রে সই এবং স্ট্যাম্প থাকতে হবে, যা প্রমাণ করবে যে আপনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
- প্রয়োজন অনুযায়ী জমির রেকর্ড বা আয় সম্পর্কিত নথি।
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
যদি সঠিক নিয়মে আপনি আবেদন করতে পারেন, তাহলে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আপনার ডিজিটাল সার্টিফিকেট প্রস্তুত হয়ে যাবে। তবে আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে WBPMS এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- একবার “Citizen Corner” অপশনটিতে ক্লিক করুন।
- এরপর মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে লগইন করুন।
- এরপর আপনার জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন করুন।
- এরপর আবেদনকারীর নাম, অভিভাবকের নাম এবং সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে লিখুন।
- মনে রাখবেন, নাম অবশ্যই ভোটার এবং আধারের সঙ্গে মিল থাকতে হবে।
- এরপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট, আপনার কোনটা দরকার হয় সেটিকে সিলেক্ট করুন।
- এরপর সমস্ত স্ক্যান করা নথি আপলোড করুন।
- এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।
আরও পড়ুনঃ মেয়েদের জন্য আরও ১ টি প্রকল্প, গ্যারান্টি ছাড়াই মিলছে ৩ লাখ টাকা পর্যন্ত লোন, কী কী কাগজ লাগছে দেখুন
সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন?
আবেদন জমা দেওয়ার সাধারণত ২৪ ঘণ্টা পর এই সার্টিফিকেট পাওয়া যায়। তাই একইভাবে আপনাকে আবার লগইন করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে যেতে হবে। যদি আপনার আবেদন অনুমোদন হয়ে যায়, তাহলে “Ready to Download” অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি ডিজিটাল সই করা সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তারপর সেটাকে শুধুমাত্র প্রিন্ট করে নিতে হবে।
