Good news for government employees in Jamaishashti more money is coming in hand
WhatsApp Group Join Now

ছুটির থেকেও বড় বেতন। তাই রাজ্য সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের জন্য এল, বড় খবর। হঠাৎ করে রাজ্য সরকার বেশি বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে একের পর এক খুশির খবর আনছে রাজ্য। জামাইষষ্ঠীর আগে থেকেই ছুটি নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল।

অফিস আদালতের পাশাপাশি স্কুলগুলোকেও ছুটি দেওয়া হয়েছে। এরই মধ্যে আবার বর্ধিত বেতনের গল্প। অর্থাৎ, ছুটি থেকে ফিরে এসে বর্ধিত বেতন হাতে অফিসের চেয়ারে বসতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। নিশ্চয়ই ভাবছেন, এখন আবার বেতন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত কেন!

বেতন বেশি পাওয়ার খবর খুশিতে ভাসছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু মহার্ঘ ভাতা আর বাড়ে না। কেন্দ্রীয় হারে DA দাবিতে অনেকদিন ধরেই কথা তুলে আসছেন। এবার কি সেই নিয়েই কিছু পরিকল্পনা করেছেন মমতা! ঠিকই ধরেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গত বছর ডিসেম্বর প্রথম দফায় 4% বর্ধিত ডিএ জানুয়ারি মাস থেকে বেতনের সঙ্গে দিচ্ছেন। নতুন বছরের রাজ্য বাজেটে এই হার আরও 4% বাড়ানো হয়েছিল। এই হারেই অতিরিক্ত টাকা যোগ হয়ে তা জুন মাসের শেষে পাবেন কর্মীরা।

মে মাস থেকে বর্ধির মহার্ঘ ভাতার হার কার্যকর করার কথা ছিল। কিন্তু মমতা সরকার এটি এপ্রিল মাস থেকেই করেছেন। এক্ষেত্রে এপ্রিলের বকেয়া মহার্ঘ ভাতা ও মে মাসের বেতন ও মহার্ঘ ভাতা, সব একসঙ্গে পাবেন রাজ্য সরকারের কর্মীরা। স্বাভাবিকভাবেই বলা বাহুল্য, তাই বেতন এবার অনেকটাই বেশি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।

আরো পড়ুনঃ রাজ্যকে ১০,৫১৩ কোটি টাকা দিল কেন্দ্র সরকার! কী কাজে লাগবে এই টাকা?

যদিও কেন্দ্রীয় সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) 4 শতাংশ বৃদ্ধি করেছে। এর মানে এখন তাদের DA হবে মূল বেতনের 50 শতাংশ।

প্রতি মাসে 45,700 টাকা মূল বেতন সহ একজন কর্মচারীর জন্য, ডিএ বৃদ্ধি প্রতি মাসে 1,818 টাকা বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি অন্যান্য ভাতা এবং ডিএ সম্পর্কিত বেতনের উপাদানগুলিকেও প্রভাবিত করেছে। এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা, শিশু শিক্ষা ভাতা, শিশু যত্নের জন্য বিশেষ ভাতা। পেনশনভোগীদেরও পেনশন বৃদ্ধি পেয়েছে। একজন পেনশনভোগী প্রতি মাসে 36,100 টাকা বেসিক পেনশনের উপর প্রতি মাসে 1,444 টাকা বেশি পাচ্ছেন।

WhatsApp Group Join Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *