সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে আবারো বাড়তে চলেছে ডিএ (Dearness Allowance)। হ্যাঁ, এই ডিএ বৃদ্ধির ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জীবনে বড়সড় আর্থিক স্বস্তি আসতে চলেছে। নিয়ম অনুযায়ী, প্রতিবছর দুবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়। একবার জানুয়ারি মাসে, আর একবার জুলাই মাসে। আর সেই হিসেবে এবার দ্বিতীয় দফায় ডিএ বাড়ানো হচ্ছে।
কীভাবে বাড়বে ডিএ?
প্রসঙ্গত, ডিএ বৃদ্ধি নির্ভর করে AICPI অর্থাৎ, সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের উপরে নির্ভর করে। আর এই সূচক যত বাড়ে তত বৃদ্ধি পায় মহার্ঘ ভাতা। সম্প্রতি শিল্প শ্রমিকদের জন্য প্রকাশিত এই সূচকে মার্চ, ২০২৫-এ হার দাঁড়িয়েছে ১৪৩.০, যা গত মাসের তুলনায় অনেকটাই বেশি।
কতটা বাড়বে ডিএ?
বিশেষজ্ঞরা মনে করছে, আগামী এপ্রিল, মে এবং জুন মাসের সূচক যদি একইভাবে বাড়তে থাকে, তাহলে জুলাই মাসে ৩ শতাংশ ডিএ বাড়তে পারে। বর্তমানে সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। আর নতুন হারে ডিএ বৃদ্ধি হলে তা ৫৮ শতাংশে পৌঁছাতে পারে।
আরও পড়ুন: চাকরি না থাকলেও সরকার দেবে ২৫ হাজার টাকা বেতন! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
বেতনে কতটা প্রভাব পড়বে?
৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে যাদের মূল বেতন ৩০ হাজার টাকা, তাদের বেতন এবার প্রতি মাসে ৯০০ টাকা পর্যন্ত বাড়বে। অর্থাৎ, বছরে তারা প্রায় ১০,৮০০ টাকার বাড়তি সুবিধা পাবে। তবে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নন। এই অতিরিক্ত ডিএ’র সুবিধা পাবে পেনশনভোগীরাও।
প্রসঙ্গত, বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতন পাচ্ছে। আর এই কমিশনের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। এরপর অষ্টম বেতন কমিশন কার্যকর করা হবে, যার ফলে বেতনে আরও বৃদ্ধি আসতে পারে বলে মনে করা হচ্ছে।