১৮ হাজার থেকে একধাক্কায় ৫১,৪৮০ টাকা হবে বেতন! অষ্টম বেতন কমিশন নিয়ে সুখবর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যত দিন গড়াচ্ছে, তত সরকারি কর্মচারীদের মনে একটাই প্রশ্ন দাঁড়াচ্ছে, বেতন কবে বাড়বে? বাজারে যে হারে মূল্য বৃদ্ধি পাচ্ছে সাধারণ জিনিসপত্রের, তাতে হিমশিম খাচ্ছে তারা। তবে এবার তাদের আশার আলো হয়ে হাজির হচ্ছে ভারত সরকারের অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)।

২০২৫ সালের ডিসেম্বর মাস শেষ হলেই সপ্তম বেতন কমিশন এর কার্যকাল শেষ হবে। আর ঠিক ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন। তবে শুধু হিসাব-নিকাশ নয়, বরং লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন। 

গ্রুপ-ডি কর্মীদের কী হবে?

প্রথমে আসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কথায়। পিয়ন, পরিচালক, ক্লার্ক, সহায়ক ইত্যাদি সরকারি দপ্তরে দৈনন্দিন কাজ করেন এই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা। আর শেষবার অর্থাৎ সপ্তম বেতন কমিশনের সময়ে তাদের ন্যূনতম বেতন হয়েছিল ৭০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা। সূত্র বলছে এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ হতে পারে। যার জেরে তাদের ন্যূনতম বেতন হতে পারে ৫১,৪৮০ টাকা।

বেতন বৃদ্ধির ফলে কী সুবিধা আসবে?

প্রথম কথা এই অতিরিক্ত বেতনের পরে মাসের শেষে আর ধার করে চলতে হবে না এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ সামলানো অনেকটাই সহজ হবে। এমনকি বাচ্চার পড়াশোনা, বাড়ির ইএমআই বা মেডিকেল ইন্সুরেন্স দেওয়াও খুব সহজ হয়ে যাবে। এমনকি আর্থিক চিন্তা মুক্ত হবে। 

পেনশনভোগীদের কী অবস্থা?

বেশ কয়েকটি সূত্র বলছে, অষ্টম বেতন কমিশনের সুপারিশে বর্তমান ৯০০০ টাকা পেনশন বাড়িয়ে ২৫,৭৪০ টাকা করা হতে পারে। কারণ বয়স বাড়লে যেমন খরচ বারে, তেমন আর্থিক নির্ভরতাও বাড়ে। আর এই বাড়তি পেনশন পেনশনভোগীদের জীবনযাত্রার মানকে অনেকটাই সহজ করবে। 

প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে

তবে জানিয়ে রাখি, শুধু সরকারি কর্মচারী নয়, বরং পুরো দেশের অর্থনীতির উপরেই বিরাট প্রভাব  ফেলতে চলেছে অষ্টম বেতন কমিশন। কারণ এই কমিশনের ফলে বাজারের চাহিদা বাড়বে এবং বাজার আরো চাঙ্গা হবে। পাশাপাশি খুচরো বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া শিক্ষাক্ষেত্রে প্রভাব পড়তে পারে। কারণ পণ্য এবং পরিষেবার চাহিদা আরো বাড়বে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: এলপিজি গ্যাস সিলিন্ডারে নয়া রেট লাগু হল! বাড়ল নাকি কমলো? দেখুন কোন শহরে কত

কবে আসবে এই সুখবর?

বেশ কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন হতে প্রায় ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। তাই আশা করা যাচ্ছে যে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই কমিশনের তোড়জোড় শুরু হবে এবং ২০২৭ সালের শুরুর দিকেই এই কমিশন কার্যকর হয়ে যাবে।

Leave a Comment