একসময় এসি মানে মনে হত বিলাসবহুল জীবনযাপন। কিন্তু এখন দেশে যে হারে তাপমাত্রার পারদ বাড়ছে, তাতে সুস্থ থাকার জন্য এসি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেই জায়গা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার চালু করেছে এক অভিনব প্রকল্প- প্রধানমন্ত্রী এসি যোজনা ২০২৫ (PM AC Yojana 2025)।
যেমনটা জানা যাচ্ছে, এই স্কিমে ৫ স্টার রেটিং এর এয়ার কন্ডিশনার কিনলেই পাওয়া যাবে বিশাল ছাড় এবং বিদ্যুতের ভর্তুকি। শুধু তাই নয়, পুরনো এসি রিসাইকেল করে নতুন এসি কেনার উপর মিলবে আরো অতিরিক্ত সুবিধা। কিন্তু কীভাবে পাবেন? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
কেন এই স্কিম চালু করেছে সরকার?
সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, ২০২৩-২৪ সালে ভারতের বাড়ি এবং অফিস মিলিয়ে মোট ব্যবহৃত ৫০০ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুতের প্রায় ২৫% এসির জন্যই ব্যয় হয়েছে। আর সরকার এই বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণে আনতেই বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। তাই এই স্কিম চালু করা।
পাশাপাশি দেশে এখনো বহু পরিবার ৩ স্টার এসি চালায়। আর কম রেটিং এর এসি বেশি ব্যবহার করলে অনেক বেশি বিদ্যুত খরচ হয়। আর সে কারণেই নতুন ব্যবহারে উৎসাহ দিতে এই বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।
এই স্কিমে কী কী সুবিধা মিলবে?
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে অংশগ্রহণ করলে আপনি যে সমস্ত সুবিধাগুলি পাবেন তা হল-
- পুরনো ৩ স্টার এসি বদলে ৫ স্টার এসি কিনলে মিলবে ৪০% থেকে ৬০% ছাড়।
- বছরে প্রায় ৬,৩০০ টাকা পর্যন্ত বিদ্যুতের বিল বাঁচাতে পারবেন।
- পুরনো এসি রিসাইকেল করলে মিলবে সরকারি সার্টিফিকেট, যা দেখিয়ে আরো ছাড় পাবেন।
- সহজেই EMI অপশন পাবেন।
- ইনস্টলেশন এবং সার্ভিস চার্জেও মিলবে অতিরিক্ত ভর্তুকি।
কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?
এই স্কিমে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে-
- আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
- পরিবারের বার্ষিক ২.৫ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- ঘরে আগে থেকে কোন এসি থাকা চলবে না।
- বৈধ বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক।
- যে সমস্ত পরিবার তাপপ্রবণ এলাকায় বসবাস করে এবং বয়স্ক ও শিশুদের বিশেষ প্রাধান্য দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
প্রধানমন্ত্রীর এই প্রকল্পে আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর নিজের আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর আয়ের সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র, বিদ্যুতের বিল ইত্যাদি ডকুমেন্ট আপলোড করুন।
- যাচাই এর পর আপনাকে জানিয়ে দেওয়া হবে।
- অনুমোদন একবার গৃহীত হলে সরকার অনুমোদিত কোম্পানি আপনার বাড়িতে পাঠিয়ে এসি ইনস্টল করে দিয়ে যাবে।
আরও পড়ুন: UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেন করলেই ১৮% জিএসটি! কী বলল কেন্দ্র?
কোথায় প্রথম শুরু হয়েছে এই প্রকল্প?
এখনো পর্যন্ত সূত্র মারবো যা জানা গিয়েছে, বর্তমানে দিল্লিতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই প্রকল্প। রাজধানীতে BSES ইতিমধ্যে ৩ স্টার রিসাইকেল করে ৫ স্টার এসি কিনলে ৬০% পর্যন্ত ছাড় দিচ্ছে। তবে শর্ত একটাই, পুরনো এসি চালু অবস্থায় থাকতে হবে। ভারতের অন্যান্য রাজ্যেও এই প্রকল্প চালু করা হবে বলে আশা করা যাচ্ছে।