দেশের এখনো বহু এমন নাগরিক রয়েছে, যাদের ভবিষ্যৎ নিয়ে কোনও মাথাব্যথা নেই। বর্তমানে যা কাজ করছে, তাতেই সংসার চলছে। কিন্তু ভবিষ্যতে যে কীভাবে চলবে, সে নিয়ে কেউ চিন্তা করে না। তবে তাদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দারুণ একটি প্রকল্প নিয়ে এসেছে। হ্যাঁ, অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) মাধ্যমে একেবারে ভবিষ্যৎ সুরক্ষিত করে দেওয়া হচ্ছে। কিন্তু কীভাবে? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি।
কী এই অটল পেনশন যোজনা?
আসলে এটি একটি সরকারি পেনশন প্রকল্প, যেখানে আপনি এখন থেকে প্রতিমাসে যদি কিছু সামান্য টাকা জমান, তাহলে ৬০ বছর পর নিশ্চিত মাসিক পেনশন পাবেন ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত। যারা দিনমজুর, অটোচালক বা কৃষক কিংবা অসংগঠিত খাতে কাজ করে, তাদের জন্য একেবারে সেরা বিকল্প এটি।
কোন বয়সে যোগ দেওয়া যায়?
জানা যাচ্ছে, এই প্রকল্পের অংশ হতে হলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এমনকি সঙ্গে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর আপনার মাসিক জমার পরিমাণ অনুযায়ী আপনি ৬০ বছর বয়সে কত টাকা পেনশন পাবেন, তা ঠিক হবে।
আবেদন কীভাবে করবেন?
প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনায় আবেদন করার জন্য আপনি নিকটবর্তী কোনও ব্যাংক বা পোস্ট অফিসের সাহায্য নিতে পারেন। আবার অনলাইনেও আবেদন করতে পারবেন। তবে সঙ্গে রাখতে হবে আধার কার্ড, সেভিংস অ্যাকাউন্টের নম্বর এবং নমিনির তথ্য।
আর একবার অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে নির্দিষ্ট অংকের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয় ভাবেই কেটে নেওয়া হবে এবং ৬০ বছর পূর্ণ হলে সেই অনুসারে আপনি প্রতি মাসে পেনশন পাবেন।
কত টাকা থেকে পেনশন শুরু হবে?
আপনি যদি খুব অল্প বয়সে যেমন ১৮ বছর বয়সে এই প্রকল্পে যোগ দেন, তাহলে মাত্র ২০০ টাকা প্রতি মাসে জমালেই ৬০ বছর পর ৫০০০ টাকা পেনশন পাবেন। এবার যদি ১০০০ টাকা পেনশন পেতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে ৪২ টাকা থেকে ২৯১ টাকা পর্যন্ত জমাতে হবে। আবার যদি ৫০০০ টাকা পেনশন পেতে চান, তাহলে প্রতি মাসে ২১০ টাকা থেকে ১৪৫৪ টাকা জমাতে হবে।
আরও পড়ুন: বাতিল হয়ে যাচ্ছে একাধিক রেশন কার্ড! বাঁচতে হলে এই কাজটি এখনই করুন
মৃত্যুর পরেও থাকবে পরিবার সুরক্ষিত
এই স্কিমের সবথেকে বড় সুবিধা হল, পেনশন পেতে থাকা ব্যক্তির যদি মৃত্যু হয়, তাহলে পরিবার সেই সুবিধা থেকে বঞ্চিত হবে না। অর্থাৎ, যিনি নমিনি হিসেবে থাকবে, তিনি ওই টাকা পাবে। আর এই স্কিমে আয়কর আইনের ৮০CCD ধারা অনুযায়ী কর ছাড় পাবেন। তাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে থাকেন, তাহলে আজই বিনিয়োগ করুন এই স্কিমে এবং চিন্তামুক্ত হন।