ভারতের ঘরে ঘরে রান্নার প্রধান জ্বালানি হিসেবে এলপিজি গ্যাস সিলিন্ডারে ব্যবহৃত হয়। আর এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব পড়ে। এবার আবারো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারের ওঠানামা, অপরিশোধিত তেলের দর এবং বৈশ্বিক মুদ্রার বিনিমায়ের হারের ভিত্তিতেই এই দর নির্ধারণ করা হয়।
কত টাকায় মিলছে এবার এলপিজি সিলিন্ডার?
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেল, এই মুহূর্তে ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বিভিন্ন শহরে বিভিন্ন রকম। রাজধানী দিল্লিতে এখন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯২৮ টাকা। আবার মুম্বাইতে এই সিলিন্ডারের দাম ৯২৫ টাকা। তবে কলকাতা শহরের ক্ষেত্রে দাম সামান্য পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে ৯৫৪ টাকা। আবার লখনৌতে দাম কিছুটা কমে ৮১৯.৫০ টাকায় দাঁড়িয়েছে।
আর গ্যাসের এই দাম সাধারণ গ্রাহকদের জন্যই প্রযোজ্য। তবে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রয়েছে, তারা বিশেষ ছাড় পায়। দিল্লিতে এই প্রকল্পের আওতায় ৭২৮ টাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি, এই প্রকল্পে সরকার ২০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেয় সাধারণ গ্রাহকদের।
কেন বাড়ছে দাম?
মূলত আন্তর্জাতিক বাজারে এলপিজি এবং অপরিশোধিত তেলের দামের পরিবর্তন সহ বিভিন্ন দেশের সরবরাহ চেইনের প্রভাবেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। সম্প্রতি চিনে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দামে বিরাট পরিবর্তন দেখা গিয়েছে। আর যার প্রভাব পড়ছে ভারতের বাজারে।
আরও পড়ুন: ATM-এ দুবার Cancel বাটনে চাপ দিলে কী হয় জানেন? সত্যি এতে চুরি আটকায়?
তবে যারা ভর্তুকির বাইরে রয়েছেন, তাদের এবার বাড়তি খরচ করেই এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে হবে। প্রতিমাসে এক থেকে দুইটি সিলিন্ডার ব্যবহার করে, এরকম পরিবারের জন্য অতিরিক্ত খরচ মাসিক বাজেটে বিরাট প্রভাব আনবে, তা বলার অপেক্ষা রাখে না।
জানিয়ে রাখি, এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের সর্বশেষ তথ্য জানতে হলে আপনারা সংশ্লিষ্ট তেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে গিয়ে লগইন করে দেখতে পারেন। এছাড়াও এলপিজি সংক্রান্ত সমস্ত তথ্য পেতে হলে সরকারি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন।