ফরেস্ট গার্ড নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আমুল বদলে গেল পুরনো নিয়ম। তথ্য অনুযায়ী, বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রিক্রুটমেন্ট অফ ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড বিধিমালা 2024-এর মাধ্যমে বনরক্ষীদের নিয়োগ পরিবর্তনের নিয়ম পাস হয়েছে। এক কথায় ফরেস্ট গার্ড পদে নিয়োগের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে রাজ্য সরকার।
ফরেস্ট গার্ড নিয়োগের ক্ষেত্রে কী কী পরিবর্তন আনলো সরকার?
নিয়োগের নিয়মে পরিবর্তন: এতদিনন পর্যন্ত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বনরক্ষীদের নিয়োগ করা হত। কিন্তু এখন এই সমস্ত নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে।
শারীরিক মাপজোকের নিয়মে বড় বদল: এ ছাড়া বনরক্ষী নিয়োগে চাকরিপ্রার্থীদের উচ্চতা ও বুকের মাপে শিথিলকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চতা এবং বুকের আকারের সর্বভারতীয় মানগুলিও শিথিল করা হয়েছে।
পুরনো নিয়ম অনুসারে, পুরুষ আবেদনকারীদের জন্য বুকের আদর্শ পরিমাপ ছিল 84 সেমি এবং মহিলাদের জন্য আদর্শ পরিমাপ ছিল 79 সেমি। এখন উভয় ক্ষেত্রেই বুকের মাপে পাঁচ সেন্টিমিটার শিথিলতা দেওয়া হয়েছে।
এছাড়াও, এখনও পর্যন্ত সমগ্র রাজ্যে রাজবংশী, গোর্খা এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে উচ্চতার মানদণ্ড ছিল 152 সেমি। এখন বনরক্ষী নিয়োগের ক্ষেত্রেও তা কার্যকর করা হয়েছে। এ ক্ষেত্রে বনাঞ্চলের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন: ১১ বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বদল, সেই সাথে পাস-ফেলের চিন্তাও শেষ
ফরেস্ট গার্ড নিয়োগে প্রয়োজনীয়তা অনুভব করছে রাজ্য
উল্লেখ্য, কয়েকদিন আগে জলদাপাড়ার হলং বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো বাংলোটি পুড়ে ছাই হয়ে যায়। রাজ্য সচিবালয় সূত্রে খবর, রাজ্যে বনরক্ষীদের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
রাজ্য প্রশাসনের একাংশ মনে করছেন, হলং বাংলোতে আগুন লাগার পর বন দফতরের অধীনস্থ অন্যান্য সরকারি বাংলোগুলির কথা মাথায় রেখে অবিলম্বে বনরক্ষী নিয়োগ করা প্রয়োজন। সেই কারণেই ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে 1600 পদে। হেড ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে 192টি পদে।