বীরভূমের সিউড়ি পৌরসভা শহরের যান চলাচল আরো সুরক্ষিত এবং নিয়মবদ্ধ করে তোলার উদ্দেশ্যে জেলা প্রশাসন নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এবার থেকে শহরের প্রতিটি নথিভুক্ত টোটোতে বসানো হবে আধুনিক QR কোড। রাজ্যে এই উদ্যোগ সর্বপ্রথম দেখা যাচ্ছে বীরভূম জেলায়।
কেন টোটোতে QR কোড?
শহরের পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃংখল করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি টোটকে নতিভুক্ত করার পরই দেওয়া হচ্ছে এই আধুনিক QR কোড।
QR কোডের মাধ্যমে যাত্রীরা টোটো এবং টোটো চালকের বিস্তারিত তথ্য জানতে পারবেন। টোটো চালকের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সেটিও জানানো যাবে এই QR কোড স্ক্যান করে।
কিভাবে কাজ করবে এই QR কোড?
সার্ভারের সঙ্গে সংযুক্ত হয়ে- প্রতিটি QR কোড সরাসরি অফিশিয়াল সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে এটি নকল করার কোন সুযোগ থাকবে না।
তথ্য যাচাইয়ের সুবিধা- যাত্রীরা স্মার্টফোন দিয়ে সহজেই QR কোড স্ক্যান করে জানতে পারবেন টোটোর বৈধতা সম্পর্কে বিস্তারিত তথ্য।
অভিযোগ করার সহজ পদ্ধতি- চালকের বিরুদ্ধে অভিযোগ জানাতে চাইলে তা সরাসরি QR কোড স্ক্যান করে জানানো যাবে।
চলাচলের নিয়মাবলী- নির্দিষ্ট টোটো সপ্তাহের কোন দিন কোন রাস্তায় চলবে তা QR কোডের মাধ্যমে জানা যাবে।
পৌরসভার বক্তব্য
সিউড়ি পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপ শহরে যাতায়াত ব্যবস্থাকে আরো নিশ্চিত করবে এবং সুরক্ষিত করবে। QR কোড ব্যবস্থার মাধ্যমে যান চলাচলে স্বচ্ছতা আসবে। কর্তৃপক্ষের মতে এই উদ্যোগ শুধু টোটোর পরিচয় নিশ্চিত করবে না, বরং যাত্রীদেরও অনেকটা সুবিধা দেবে।
কত দিনের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে?
একটি বেসরকারি সংস্থাকে এই QR কোড তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২৫ দিনের মধ্যেই শহরের সমস্ত নতিভুক্ত টোটোতে এই QR কোড লাগানো হবে। মঙ্গলবার জেলা শাসক বিধান রায় কয়েকজন টোটো চালকের হাতে এই QR কোড তুলে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আরও পড়ুন: Jio এবং Airtel নতুন রিচার্জ প্ল্যান আনল, এবার সমস্ত গ্রাহকই খুশি
এই উদ্যোগের সুবিধা কি কি?
এই উদ্যোগের ফলে যে সমস্ত সুবিধাগুলো মিলবে সেগুলি হল-
- QR কোড স্ক্যান করে টোটো চালকের তথ্য যাচাই করা যাবে।
- নথিভুক্ত টোটো ছাড়া অন্য কোনো টোটো রাস্তায় চলাচল করতে পারবে না।
- চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা দ্রুত সমাধান করা যাবে।
- নির্দিষ্ট সময়ে টোটো চলাচল করলে শহরের যানজট কমবে।
শিউড়ি পৌরসভার এই উদ্যোগ রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত করবে এবং যানবাহনের স্বচ্ছতা ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটায় আশা করা যায়।