WhatsApp Group Join Now

রাজ্যের জেনারেল বা আনরিজার্ভড (UR) শ্রেণীর মানুষদের মধ্যে যারা নিম্নবিত্ত, তাদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য EWS বা ইকোনমিকালি উইকআর সেকশনের আওতায় কিছু সুবিধা দেওয়া হয়। এই EWS কোটা পেলে সরকারি চাকরি থেকে শুরু করে কলেজ – বিশ্ববিদ্যালয় সবখানেই ছাড় মেলে।

সরকারের তরফে মোট সীটের ১০% সীট EWS প্রার্থীদের জন্য সংরক্ষণ করা থাকে। আপনি যদি রাজ্যের EWS সার্টিফিকেট ২০২৩ (EWS Certificate 2023) এর জন্য আবেদন করতে চান, তবে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। সেইসাথে কিভাবে আবেদন করতে হবে তাও আজ আপনি জানতে পারবেন। 

EWS সার্টিফিকেট পাওয়ার শর্তাবলী (West Bengal EWS Certificate Eligibility Criteria)

(1) EWS আবেদনটি সিডিউল কাস্ট বা SC, সিডিউল ট্রাইব বা ST এবং ও OBC শ্রেণীর মানুষদের জন্য প্রযোজ্য নয়। এখানে আবেদন করতে হলে আপনাকে জেনারেল প্রার্থী হতে হবে

(2) আবেদনকারীর পারিবারিক ইনকাম বার্ষিক 8 (আট) লক্ষ টাকার কম হতে হবে।

(3) আবেদনকারীর পরিবারের কোনও সদস্যের নামে 5 একরের বেশি জমি থাকা চলবে না।

WhatsApp Group Join Now

(4) আবেদনকারীর পরিবারের ফ্ল্যাট বা বাড়ি একহাজার স্কয়ার ফুটের বেশি হওয়া যাবে না।

(5) আবেদনকারীর পরিবারের নিজের মিউনিসিপালিটিতে 100 স্কয়ার ইয়ার্ডের বেশি জমি থাকা যাবে না।

(6) নিজের মিউনিসিপালিটির বাইরে আবেদনকারীর বা তার পরিবারের 200 স্কয়ার ইয়ার্ডের জমি থাকা যাবে না।

EWS সার্টিফিকেট-এর জন্য আবেদন পদ্ধতি (West Bengal EWS Certificate Application Process in Bengali)

EWS সার্টিফিকেট পাবার জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নীচের ধাপগুলি অনুসরণ করুন- 

(1) EWS এর অ্যাপ্লিকেশন ফর্মটি (ANNEXURE- A) ডাউনলোড করে A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে।

(2) ফর্মটিতে আপনার নিজের সমস্ত ডিটেইলস দিয়ে পূরণ করে নিতে হবে।

(3) নিজের রঙিন পাসপোর্ট সাইজের একটা ছবি আটকে দিতে হবে ফর্মে।

(4) এবারে আপনার সমস্ত প্রয়োজনীয় নথির জেরক্স কপি এই আবেদনপত্রের সাথে জুড়ে দিতে হবে।

(5) সবশেষে একটি মুখবন্ধ খামে ভরে আবেদনপত্র এবং নথিপত্রের কপি জমা দিতে হবে।

EWS আবেদন করার ফর্ম জমা (West Bengal EWS Certificate Application Submit)

EWS কোটা পাওয়ার জন্য পূরণ করা আবেদনপত্রটি নিচের যে কোনো একজন আধিকারিককের কাছে জমা দিতে হবে- 

(1) ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।

(2) সাব ডিভিশনাল অফিসার। অথবা,

(3) আবেদনকারী যদি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া থেকে আবেদন করে থাকেন, তবে DWO, কলকাতা। 

EWS সার্টিফিকেট করার জন্য প্রয়োজনীয় নথিপত্র (West Bengal EWS Certificate Required Documents)

এখানে আবেদন করতে গেলে নীচের দেওয়া ডকুমেন্টস অর্থাৎ নথিগুলো লাগবে- 

(1) আবেদনকারীর ভোটার কার্ড।

(2) নিজের সিটিজেন সার্টিফিকেট অথবা অভিভাবকের সিটিজেন সার্টিফিকেট।

(3) আবেদনকারীর প্যান কার্ড।

(4) আবেদনকারীর জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

(5) পরিবারের বার্ষিক মোট আয়ের স্লিপ। EWS সার্টিফিকেট রাজ্য সরকারের তরফে ইস্যু করা হয় এবং এই সার্টিফিকেটের মেয়াদ চলতি অর্থবর্ষের শেষ পর্যন্ত থাকে।

EWS সার্টিফিকেট এর আবেদনপত্র ভেরিফিকেশন (West Bengal EWS Certificate Application Verification Process)

আবেদন করার পরে প্রার্থীর আবেদন পত্রটি গ্রামের পঞ্চায়েত এবং শহরের মিউনিসিপালিটি অঞ্চলে বসবাস করলে BL এবং LRO দ্বারা যাচাই করা হয়।

এই পর্যায়ে জমি, বাড়ি, সম্পত্তি, বার্ষিক আয় ইত্যাদি যাচাই করা হয়। কলকাতা পৌরসভা এলাকা থেকে আবেদন করলে BL & LRO / Chief Valuer / সার্ভেয়ার এই যাচাইকরণ পদ্ধতিটি করে থাকেন।

যাচাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে নির্দিষ্ট আধিকারিক অফিসার EWS অ্যাপ্লিকেশন Verify করবে। তারপর আবেদনকারী EWS সার্টিফিকেট তার হাতে পাবে। 

বিঃদ্রঃ যারা EWS সার্টিফিকেট করতে ইচ্ছুক তাদের সুবিধার জন্য আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে। লিংকে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। 

EWS সার্টিফিকেট এর আবেদন করার ফর্ম ডাউনলোড (Wet Bengal EWS Certificate Application Form Download)

নিচের থাকা লেখার উপর ক্লিক করে আপনি EWS Certificate করার জন্য আবেদন করার অফলাইন ফর্ম ডাউনলোড করতে পারবেন। ফর্মটি ডাউনলোড হয়ে গেলে A4 মাপের পেজে প্রিন্ট করে নেবেন। আপনার কোনো বন্ধু যদি আবেদন করতে ইচ্ছুক থাকে তবে তাকেও এক কপি জেওরক্স করে দেবেন।  

West Bengal EWS Application Form: Download

KS.COM Join Telegram

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 More Updates: Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *