Elon Musk: ভবিষ্যতে চাকরির দরকার থাকবে না, এলন মাস্কের এই কথা শুনে হতবাক সকলেই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিশ্ব প্রযুক্তির অঙ্গনে সবথেকে আলোচিত নাম এলন মাস্ক (Elon Musk)। আর এবার তাঁর মুখে উঠে আসলো ভবিষ্যতের ছবি, যা শুনে শিহরিত হবেন আপনিও। মাস্ক মনে করছেন, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বিশ্ব এমন জায়গায় পৌঁছে যাবে, যেখানে মানুষের কর্মসংস্থান, আয় এবং টাকার অস্তিত্ব থাকবে না। এর কারণ একটাই, এআই বা রোবোটিক্সের দাপট।

আসলে সম্প্রতি নিখিল কামাথের সঙ্গে এক সাক্ষাৎকারে এলন মাস্ক জানিয়েছেন, ভবিষ্যতে বিশ্বে চাকরি করা বাধ্যতামূলক হবে না, বরং হবি হয়ে দাঁড়াবে। মাস্ক দাবি করছেন, কাজ করবে রোবট, সিদ্ধান্ত নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর মানুষ থাকবে শুধুমাত্র আনন্দ, শখ এবং সৃজনশীলতার জন্য।

এলন মাস্কের ভয় ধরানো ভবিষ্যদ্বাণী

এলন মাস্কের মতে, ভবিষ্যতে চাকরি থাকবে, কিন্তু কাজের প্রয়োজন থাকবে না। মানুষের কাজ করার প্রয়োজন ফুরিয়ে যাবে, রোবট সবকিছু সাহায্য করবে, আর কাজ তখন শুধুমাত্র ইচ্ছাকৃত হয়ে যাবে। অর্থাৎ, চাকরি থেকে জীবিকার ধারণা আস্তে আস্তে পাল্টে যাবে। দ্বিতীয়ত মাস্ক বলছেন, ভবিষ্যতে অর্থনীতি চালিত হবে বিদ্যুৎ দিয়ে। এআই চালাতে গেলে প্রতি ঘন্টায় ৫০০০ থেকে ৩০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ লাগে। আর এই বিদ্যুৎ ৫০০০ ঘরের এক বছরের চাহিদার সমান।

এদিকে তিনি বলেছেন, প্রথম ৩০ থেকে ৪০ বছর সুখেরই হবে। কারণ, এআই উৎপাদন বাড়াবে, জিনিসপত্রের দাম কমাবে। মানুষের জীবন আরও সহজ করে তুলবে। তবে তারপর এআই এক সময় নিজের ক্ষমতা বুঝতে শিখবে। তারপর মানবজাতি হয়ে উঠতে পারে বিপন্ন। এমনকি মাস্ক মনে করছেন, জনসংখ্যা ও কাজের সুযোগ কমে যাওয়া মানব সভ্যতার জন্য ভয়ংকর সংকেত। তিনি বলেছেন, মানবজাতির অস্তিত্ব একসময় প্রশ্নের মুখে পড়তে পারে।

আরও পড়ুনঃ সিম ছাড়া খুলবে না হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং এইসব অ্যাপ! সরকারের নতুন নিয়ম জানুন

উঠছে নানারকম প্রশ্ন

তবে এখন বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। যদি এআই সমস্ত কাজ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কি মানুষের ভূমিকা থাকবে না? মানুষ কি শুধুমাত্র বিনোদনের জন্য থাকবে? আর এআই যদি মানবজাতির থেকে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে কে কাকে নিয়ন্ত্রণ করবে? সমস্ত প্রশ্নের উত্তর সময়েই বলা যাবে।

Leave a Comment