UPI এর মাধ্যমে টাকা-পাঠানো এখন খুবই সহজ এবং কোভিড মহামারীর পরে, অনলাইন পেমেন্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। UPI পেমেন্ট করলে এতদিন পর্যন্ত কোনও চার্জ নেওয়া হত না। এবার আরও একবার ইউপিআই পেমেন্টে চার্জ নেওয়ার সমস্যা সামনে এসেছে।
aytm পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞার কারণে PhonePe এবং Google Pay উপকৃত হয়েছে। এই দুটি UPI পেমেন্ট অ্যাপ এখন ভারতের UPI বাজার দখল করে নিতে চাইছে। তাই ইউপিআই লেনদেন করলেই চার্জ নেওয়া নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে। এবার রিজার্ভ ব্যাঙ্ক এক্ষেত্রে কী করবে, তা নিয়ে উঠছে কথা।
প্রসঙ্গত, RBI নিষেধাজ্ঞার পরে, Paytm-এর UPI লেনদেন ফেব্রুয়ারিতে 1.4 বিলিয়ন থেকে কমে 1.3 বিলিয়ন হয়েছে। তাই এখন ভারতের UPI বাজারের প্রায় 80 শতাংশ Google Pay এবং PhonePe-এর দখলে। তাও PhonePe, Google Pay- তে UPI-তে আয়ের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।
আরো পড়ুনঃ ৩১ জুলাই পর্যন্ত অপেক্ষা করুন! মূল বেতন ও DA নিয়ে আবারো সুখবর?
তাদের দাবি, দীর্ঘদিন বাজারে টিকে থাকতে হলে মার্চেন্ট ডিসকাউন্ট রেট সহ ক্রেডিট কার্ডের মতো একটি ব্যবস্থার প্রয়োজন হবে। পেমেন্টের ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হচ্ছে না বলেই নাকি লোকসান হচ্ছে। এরই মধ্যে, কিছু ফিনটেক কোম্পানি প্রিপেইড পেমেন্ট ডিভাইসের মাধ্যমে করা UPI পেমেন্টের উপর চার্জ আরোপ করার বিষয়ে NPCI এর সঙ্গে আলোচনা করেছে।
PhonePe, Google Pay এর দাবি, লোকসানের হাত থেকে বাঁচার জন্য অন্তত পক্ষে বড় দোকানগুলোতে UPI পেমেন্ট চার্জ লাগু করা হোক। কিন্তু এক্ষেত্রেও না বসিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সরকার ইতিমধ্যেই UPI পেমেন্টের উপর চার্জ আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
আরো পড়ুনঃ G Pay এর থেকে আলাদা! এবার চলে এল Google Wallet, পাবেন এই বিশেষ সুবিধা
এছাড়াও NPCI এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। তাই আপাতত ব্যবহারকারীরা নিশ্চিন্ত মনে UPI পেমেন্ট চালিয়ে যেতে পারেন। কোনও অসুবিধা হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। সাধারণ মানুষ বলছেন যে কোম্পানিগুলো যখন একবার চার্জ নিয়ে কথা বলছে, নিশ্চয়ই তারা লাভের অঙ্ক দেখতে নতুন কোনও সিদ্ধান্ত নিতে পারে।