নভেম্বর মাসে আবার বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প, এখনই এইসমস্ত ডকুমেন্টগুলি সঙ্গে রাখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের সাধারণ মানুষের জন্য আবারো দুর্দান্ত সুখবর। নভেম্বর মাসেই রাজ্যের বিভিন্ন ব্লকে আবার বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ক্যাম্পগুলোতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা নিতে পারবেন রাজ্যের সাধারণ মানুষ। সরাসরি ক্যাম্পে গিয়ে এই পরিষেবা পাওয়ার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি এখন থেকেই সাথে রাখতে হবে। 

ক্যাম্পের তারিখ ও স্থান 

নভেম্বর মাসের শেষের দিকে রাজ্যের প্রতিটি জেলার ব্লক পর্যায়ে এই ক্যাম্প আয়োজিত হবে বলে আশা করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যেন এই ক্যাম্পের সংখ্যা বাড়ানো হয়, যাতে প্রত্যন্ত এলাকাগুলোর মানুষও এই ক্যাম্পের মাধ্যমে আর্থিক সুবিধা নিতে পারেন।

রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সমস্ত দপ্তরকে এই কর্মসূচির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। যাতে রাজ্যের মানুষ সহজেই তাদের প্রয়োজনীয় পরিষেবাগুলি এই ক্যাম্পের মাধ্যমে পেতে পারেন।

ক্যাম্প থেকে পাওয়া যাবে যে সকল সুবিধা 

এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে একাধিক প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের সাধারণ নাগরিকরা। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য সুবিধা হল-

  • লক্ষীর ভান্ডার: মহিলাদের মাসিক অর্থ সহায়তা,
  • স্বাস্থ্য সাথী: বিনামূল্যে স্বাস্থ্যবীমা,
  • কন্যাশ্রী ও রুপশ্রী: মেয়েদের শিক্ষার জন্য এবং বিবাহের সহায়তা,
  • শিক্ষাশ্রী: পড়াশোনার জন্য আর্থিক সহায়তা,
  • বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা: বৃদ্ধ ও বিধবা মহিলাদের মাসিক ভাতা,
  • কৃষক বন্ধু: কৃষকদের জন্য আর্থিক সহায়তা,
  • সামাজিক সুরক্ষা যোজনা: পিছিয়ে পড়া শ্রেণির জন্য সুরক্ষা,
  • তপশিলি বন্ধু ও জয় জোহার: তপশিলি জনগোষ্ঠী ও আদিবাসীদের জন্য সহায়তা,
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ড: শিক্ষার্থীদের জন্য ঋণ সুবিধা,
  • মৎস্যজীবী ও কিষান ক্রেডিট কার্ড: মৎস্যজীবী ও কৃষকদের জন্য ঋণ সুবিধা।

এছাড়াও এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে প্রতিবন্ধী সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: PhonePe ব্যবহারকারীদের জন্য দারুণ সংবাদ! NPS-এ বিনিয়োগ করে এইভাবে লাভবান হবেন

আবেদনের জন্য প্রস্তুতি 

যে সকল নাগরিকরা এই ক্যাম্প থেকে সুবিধা নিতে চান তাদের আগে থেকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি প্রস্তুত করে রাখতে অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে। নভেম্বর মাসের এই বিশেষ ক্যাম্পে অংশ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে জীবনযাত্রার মান উন্নত করতে পারবে রাজ্য সাধারণ নাগরিকরা এটাই আশা করা যায়।

Leave a Comment