জুন মাস থেকে বন্ধ হচ্ছে দুয়ারে রেশন! বিরাট ঘোষণা রাজ্যের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গোটা দেশের বহু নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা রেশনের উপর ভরসা করে বেঁচে থাকে। আর সেই দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প এবার বন্ধ হয়ে যাচ্ছে। ২০২১ সালের পর থেকে এই পরিষেবা শুধুমাত্র সরকারের নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার প্রধান চাবিকাঠি হয়ে উঠেছিল। তবে হঠাৎ করেই আতঙ্কের মুখে পড়েছে রেশন গ্রাহকরা। প্রশ্ন উঠছে, কেন বন্ধ হচ্ছে এই রেশন ব্যবস্থা?

কী বলছে রাজ্য সরকার?

প্রসঙ্গত, গত ২০ মে অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, জুন মাস থেকে আর দুয়ারে রেশন পরিষেবা দেওয়া হবে না। শুধুমাত্র প্রতিবন্ধী এবং ৬৫ বছরের ঊর্ধ্ব নাগরিকদের জন্য এই পরিষেবা দেওয়া হবে। আর বাকিদের দোকান থেকেই রেশন নিতে হবে। 

আর এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন মন্ত্রককে জানিয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। ফলে ১ জুন থেকে অন্ধ্রপ্রদেশে শেষ হচ্ছে এই সামাজিক পরিষেবা।

কেন বন্ধ হচ্ছে রেশন পরিষেবা?

সরকারের হিসাব বলছে, গ্রাহকদের বাড়ি বাড়ি রেশন পৌছে দিতে রাজ্যের উপর অতিরিক্ত খরচের চাপ পড়ত। বছরে প্রায় ১৮০১ কোটি টাকা খরচ হচ্ছিল এই পরিষেবা চালু রাখতে। আর এর মধ্যে ছিল খাদ্যশস্যের লিকেজ বা অপচয়, রেশন গাড়ির অপব্যবহার, সঞ্চয় খরচে বাড়তি ব্যয় এবং হিসাবের গড়মিল। আর এইসব কারণেই পরিষেবা বন্ধ করছে রাজ্য সরকার।

আরও পড়ুন: UPI-তে এবার যুক্ত হচ্ছে উন্নত নিরাপত্তা ফিচার! উপকৃত হবে লক্ষ লক্ষ গ্রাহক

পশ্চিমবঙ্গের কী অবস্থা?

তবে আপাতত স্বস্তির নিশ্বাস ফেলতে পারে বাংলার মানুষজন। কারণ এখনই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হচ্ছে না। বরং, তৃণমূল সরকার এই প্রকল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে দুয়ারে রেশন সবথেকে গুরুত্বপূর্ণ। 

আর সেই প্রতিশ্রুতির মাধ্যমে এখনো সাধারণ মানুষের ঘরে ঘরে রেশন পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার। তবে জানা গিয়েছে, এই পরিষেবা বজায় রাখতে রাজ্যের খরচ হয় বছরে ৪০৮ কোটি টাকা। যদিও এই হিসাব শুধুমাত্র কেন্দ্র সরকারের খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী চাল এবং গম বিতরণের জন্য। আর রাজ্যের খাদ্য সাথী প্রকল্পের খরচ যোগ করলে বাজেট আরো বাড়তে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment