ইমেইলে প্যান কার্ড ২.০ ডাউনলোড করলেই সর্বনাশ! ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমান দিনে দাঁড়িয়ে যতই ডিজিটালি সচেতন হন না কেন, প্রতারকরা ঠিকই প্রতারণা করে বেড়াচ্ছে। আর এবার তাদের নতুন হাতিয়ার প্যান কার্ড ২.০ স্ক্যাম (Pan Card 2.0 Scam)। হ্যাঁ, সতর্ক না থাকলে এক ক্লিকেই আপনি আপনার সর্বস্ব হারাতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার নম্বর, এমনকি নিজের পরিচয়ও। তাই জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ একটি সতর্কবার্তা জারি করেছে।

কী এই প্যান কার্ড ২.০ স্ক্যাম?

আসলে প্রতারকরা অত্যন্ত কৌশল করে ভয়ংকর ফাঁদে ফেলার চেষ্টা করছে সাধারণ মানুষদের। এরা আপনাকে আয়কর দপ্তরের নাম করে একটি ভুয়ো ইমেইল পাঠাবে। আর সেখানে একটি লিংক থাকবে। বলা হবে যে, আপনার পুরনো প্যান কার্ড এখন বাতিলের মুখে। তার জন্য প্যান কার্ড ২.০ সংস্করণ ডাউনলোড করতে হবে। আর আপনি যদি আতঙ্কে পড়ে সেই লিংকে ক্লিক করেন, তাহলে শুরু হয়ে যাবে আপনার সর্বনাশ। 

কীভাবে চলছে এই প্রতারণা?

প্রথমত, gov.in বা nic.in-র নকল আইডি থেকে ইমেইল পাঠানো হচ্ছে। এবার বলা হচ্ছে যে, আধার-প্যান কার্ড লিঙ্ক করতে হবে। নাহলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে। আর সাথে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া হচ্ছে। সেখানে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আধার কার্ড, ওটিপি, কার্ড নম্বর, সবকিছুই চাওয়া হচ্ছে। আর সেখানে ক্লিক করলেই একটি ম্যালওয়্যার সফটওয়্যার ইন্সটল হয়ে যাচ্ছে, যা আপনার ফোন বা ল্যাপটপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে।

আরে এই স্ক্যাম এতটাই ধোঁকাবাজিতে করা হচ্ছে যে, অনেকে বুঝতেই পারছেন না যে, কোনটি আসল, আর কোনটি নকল। কারণ ভুয়ো ওয়েবসাইটের ইউজার এন্টারফেস তৈরি করা হচ্ছে এমন ভাবে, যাতে তা দেখতে পুরো সরকারি পোর্টালের মতোই মনে হয়। এমনকি ব্যবহার করা হচ্ছে আয়কর দপ্তরের লোগো, রং, টাইপফেস সবকিছুই।

কীভাবে বুঝবেন ইমেল বা লিঙ্কটি ভুয়ো?

প্রথমত, অচেনা ইমেইল আইডি থেকে আসা লিংকে ক্লিক করবেন না। দ্বিতীয়ত, http-এর পরিবর্তে https আছে কিনা দেখে নিন। আর ডোমেইন gov.in বা nic.in থেকে এসেছে কিনা, সেগুলি বারবার দেখে নিন। পাশাপাশি ইমেইলে ব্যক্তিগত তথ্য বা ওটিপি চাইলে সেটি অবশ্যই ভুয়ো। কারণ আধার বা প্যান আপডেটের ক্ষেত্রে UIDAI বা আয়কর ডিপার্টমেন্ট কখনো ইমেইল করে না।

আরও পড়ুন: ঝামেলা পোহানোর দিন শেষ! আধার কার্ড থাকলেই মিলবে স্বাস্থ্য সাথীর পরিষেবা

কীভাবে সতর্ক থাকবেন?

প্রথমত আপনার ইমেইল এবং ব্যাংক অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে রাখুন। পাশাপাশি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন স্মার্টফোন এবং কম্পিউটারে। শুধু তাই নয়, সরকারি পরিষেবা সম্পর্কে আসল তথ্য জানার জন্য UIDAI বা আয়কর দপ্তরের ওয়েবসাইট থেকে জেনে নিন। প্রতারণার ইমেইল পেলে সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানিয়ে ফেলুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment