অনেক সময় আধার কার্ড হারিয়ে যায়, কিংবা ভাজ হয়ে নষ্ট হয়ে যায় বা জরুরি মুহূর্তে কার্ড খুঁজে পাওয়া যায় না। এই সমস্যার সমাধান করতেই বিরাট পদক্ষেপ নিল UIDAI। রবিবার তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, নতুন আধার অ্যাপ লঞ্চ করা হবে, যা আপনার ডিজিটাল আধার কার্ডকে ফোনের মধ্যেই রেখে দেবে।
হ্যাঁ, এখন থেকে আর ব্যাগ ভর্তি নথি নিয়ে বেরোনোর দরকার নেই। আধার কার্ড আপনার পকেটে আছে কিনা তা ভাবারও দরকার নেই। কারণ, এবার তারা জানিয়েছে, এই নতুন অ্যাপ ডাউনলোড করলে আপনার ফোনের মধ্যেই চলে আসবে আধার কার্ড।
ফোনেই থাকবে নিরাপদ আধার
ইউআইডিএআই-এর তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের দৈনন্দিন ঝামেলা কমানোর জন্য এই অ্যাপ তৈরি করা হয়েছে। কেউ যদি কার্ড ভুলে রেখে আসে বা হারিয়ে ফেলে, তাও কোনওরকম সমস্যা নেই। স্মার্টফোনে থাকা ডিজিটাল আধার যে কোনও জায়গায় দেখালেই পরিচয় যাচাই হবে। এমনকি ব্যাংক থেকে শুরু করে রেশন, বীমা বা যে কোনও সরকারি কাজে এই সুবিধা পাওয়া যাবে।
নতুন অ্যাপের রয়েছে তিনটি শক্তিশালী সুরক্ষা
তবে ইউআইডিএআই এই অ্যাপে আধুনিক ডিজিটাল সিকিউরিটি ফিচার রেখে দিয়েছে। সেগুলি হল—
- অ্যাপ খুলতে গেলে বা যে কোনও গুরুত্বপূর্ণ কাজে প্রবেশ করতে গেলে অবশ্যই মুখ স্ক্যান, আঙুলের ছাপ বা আইরিশ ভেরিফিকেশন চাইবে। তাই আপনার ফোন অন্য কারোর হাতে গেলেও আধারের সেই তথ্য অক্ষত থাকবে।
- আপনার আধার বায়োমেট্রিক লক করে রাখতে পারবেন।
- ব্যাংক কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের পরিচয় যাচাইয়ের জন্য আর পুরো আধার নম্বর দিতে হবে না। অ্যাপ থেকে একটি ইউনিক কিউআর কোড দেখালেই সম্পন্ন হবে।
এদিকে নতুন আধার অ্যাপের সবথেকে চমৎকার ফিচার হল সিলেক্টিভ ডেটা শেয়ারিং। অর্থাৎ, আপনি যেটুকু তথ্য শেয়ার করতে চান, সেটুকুই পারবেন। সে আপনার নাম হতে পারে, ছবি হতে পারে বা ঠিকানা বা জন্মতারিখ। বাকিটা গোপনীয়তায় থাকবে।
আরও পড়ুনঃ প্যান কার্ড থাকলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে! কীভাবে বাঁচবেন জেনে নিন
রয়েছে পরিবারকে একসাথে রাখার সুবিধা
অনেক পরিবারের বিভিন্ন সদস্যের আধার কার্ড বারবার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে ইউআইডিএআই এই নতুন অ্যাপে নিজের আধারের সঙ্গে পরিবারের আরও পাঁচজন সদস্যের আধার যুক্ত করার সুযোগ দিচ্ছে। ফলে এক জায়গায় সেভ করে রাখা যাবে। প্রয়োজনে বারবার ফিজিক্যাল কার্ড খুঁজতে হবে না।
আর একবার তথ্য প্রিন্ট করার পর ইন্টারনেট ছাড়াও ডিজিটাল ভাবেই আধার কার্ড দেখতে পারবেন। তাই যে কোনও জায়গায় বা দুর্বল নেটওয়ার্কেও কোনওরকম অসুবিধা হবে না। এমনকি কোনও নেটওয়ার্কও দরকার পড়বে না। জানা যাচ্ছে, এই অ্যাপটি খুব শীঘ্রই গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে নিয়ে আসা হবে।
