ATM-এ দুবার Cancel বাটনে চাপ দিলে কী হয় জানেন? সত্যি এতে চুরি আটকায়?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নগদ টাকার প্রয়োজনে আমরা প্রত্যেকেই এটিএম এর উপর নির্ভর করি। আর ব্যাংক খোলা থাকুক বা না থাকুক, এটিএম থেকেই আমরা খুব সহজে টাকা তুলে নিতে পারি। তবে প্রযুক্তির এই সুবিধা যতটা সহজ, ততটাই জটিল হয়ে যায় প্রতারণার মাধ্যমে।

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্ট ঘুরে বেড়াচ্ছে। যেখানে বলা হয়েছে, টাকা তোলার পর এটিএম-এ দু’বার ক্যানসেল বাটন চাপলেই পিন চুরি হওয়ার হাত থেকে বাঁচা যায়। আর বহু মানুষ এই সতর্কবার্তাকে সত্যি বলে ধরে নিচ্ছেন। কিন্তু আসল ব্যাপারটা কী? জেনে নিন আজকের প্রতিবেদনে।

ভাইরাল মেসেজে কী বলা হচ্ছে?

মেসেজে দাবি করা হচ্ছে, এটিএম থেকে টাকা তোলার পর কেউ আপনার পেছনে দাঁড়িয়ে আপনার পিন দেখে নিলে আপনি যদি দুবার ক্যানসেল বাটনে চাপ দেন, তাহলে নাকি সিস্টেম সেই পিন রিসেট করে দেয় এবং চুরি ঠেকানো যায়। তবে বাস্তবে এই মেসেজটির কোন প্রযুক্তিগত ভিত্তি নেই। 

সরকার কী বলছে?

ভারত সরকারের তথ্য যাচাই সংস্থা PIB Fact Check এই ভাইরাল দাবিকে ভুয়া বলেই ঘোষণা করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটিএম-এর ক্যানসেল বাটন কেবলমাত্র লেনদেন বাতিলের কাজে ব্যবহার করা হয়। এটি কোনোভাবে চুরি আটকাতে পারবেনা।

এমনকি আরও বলা হয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকেও কখনো এই ধরনের কোন পরামর্শ দেওয়া হয়নি। অর্থাৎ, ভাইরাল হওয়া এই পরামর্শটি সম্পূর্ণ গুজব। আর এর পেছনে কোনোরকম বাস্তব ভিত্তি নেই।

প্রতারককরা এটিএমে ফাঁদ পাচ্ছে?

বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে এটিএম এর ভিতরে এবং বাইরে প্রতারকরা গোপন ডিভাইস, ফেক কিপ্যাড বা গোপন ক্যামেরা বসিয়ে রাখছে। এরপর তারা আপনার কার্ডের তথ্য কপি করে নিচ্ছে ও গোপনে আপনার পিন দেখে নিচ্ছে। তাই অবশ্যই আমাদের সকলকে সতর্ক থাকা জরুরী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: পোস্ট অফিসে টাকা জমা রাখেন? এই কাজ না করলেই বিপদে পড়বেন

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

  • প্রথমত মেশিনের কার্ড স্লট, বা কিপ্যাডে কিছু অস্বাভাবিক বা আলগা রয়েছে কিনা সেগুলিকে ভালোভাবে দেখুন। সন্দেহজনক কিছু দেখলে ব্যাংকে জানান।
  • দ্বিতীয়ত, পিন ইনপুট করার সময় অবশ্যই হাত দিয়ে ঢেকে রাখুন। এতে আশেপাশে লাগানো গোপন ক্যামেরা আপনার পিন রেকর্ড করতে পারবে না।
  • প্রতি ৩ থেকে ৬ মাস অন্তর একবার করে পিন পরিবর্তন করুন। আর সহজ পিন ব্যবহার করবেন না।
  • অচেনা কারো সাহায্য নেবেন না এটিএম-এ গিয়ে। কারণ এটিএম-এ কার্ড আটকে গেলে বা সমস্যা হলে অনেকেই আশেপাশের মানুষজনদের সাহায্য নেন। তবে এই পরিস্থিতিতে ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করুন বা ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। 
  • কার্ড হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাপ বা টোল ফ্রি নাম্বারে ফোন করে কার্ডটিকে ব্লক করে দিন।

তাই অবশ্যই আজ থেকে এটিএম ব্যবহারের সময় সর্তকতাগুলি মেনে চলুন। কারণ ডিজিটাল যুগে প্রতারণার ফাঁদ সবাই পেতে থাকে। প্রতারণার হাত থেকে বাঁচার দায়িত্ব আমাদের নিজেরই। তাই অবশ্যই টিপসগুলো মেনে চলুন এবং অযথা গুজবে কান দেবেন না।

Leave a Comment