Do not go to the bank line State Bank of India has launched a new system
WhatsApp Group Join Now

ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কয়েক কোটি গ্রাহক রয়েছে। SBI সব সময় তার গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদান করতে আগ্রহী। সেই কারণে নতুন কিছু পরিকল্পনা নিয়েছে SBI।

অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, ব্যাঙ্কে গিয়ে ব্যালেন্স জানবার জন্য গ্রাহকদের ব্যাঙ্কের লাইনে ঘন্টার পর ঘন্টা গিয়ে অপেক্ষা করতে হয়, এই কারণে অনেকেই টাকার দরকার থাকলেও সময় বেশি না থাকার জন্য, বা সময় দিতে না পারার কথা ভেবে ছুটি ছাটার দিন ছাড়া ব্যাঙ্কে যান না। এই সমস্যা সমাধান করতে SBI যথেষ্ট উদ্যোগী হয়ে উঠেছে।

তাই এখন আপনি ঘরে বসেই সহজ একটি পদ্ধতিতে  জেনে নিতে পারবেন আপনার ব্যাঙ্কে সঞ্চিত টাকার পরিমান। বর্তমানে নেট ব্যাঙ্কিং এর সুবিধা থাকার জন্য আপনি ঘরে বসেই চেক করতে পারবেন আপনার একাউন্টের ব্যালেন্স।

এছাড়া ঘরে বসে মোবাইলে এসএমএস বা কলের মাধ্যমেও নিজের ব্যালেন্স জানতে পারবেন। আপনি অফলাইনে সেটা জানতে গেলে অনেকটা সময় ব্যয় করতে হবে আর যদি কম সময়ে কাজটা করে নিতে চান তাহলে অফলাইন পদ্ধতির পরিবর্তে নেট ব্যাঙ্কিং বা এসএমএস, হোয়াটসঅ্যাপের মত পদ্ধতি গুলো গ্রাহকরা অবলম্বন করতে পারবেন। এর ফলে অতি সহজেই নিজের টাকা নিজেরা তুলে ফেলতে পারবেন এবং ব্যাংকে গিয়ে সময় নষ্ট হবে না বা হয়রানির শিকার হতে হবে না।

এখন ঘরে বসে কীভাবে ব্যালেন্স চেক করতে পারবেন সেই পদ্ধতিটি কী কী চলুন জেনে নেওয়া যাক-

১) মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি SBI YONO অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের পরিষেবা পাওয়ার জন্য লগইন করার পরে  ওটিপি বা এমপিনের মাধ্যমে  ব্যালেন্সের ডিটেলস চেক করুন। ঘরে বসে নিজের মোবাইলে কাজটি করতে পারবেন, ইন্টারনেট ব্যাঙ্কিং

WhatsApp Group Join Now

ক্রেডেনশিয়াল দিয়েও আপনি ইয়োনো অ্যাপে লগইন করে নিন, এরপর ব্যালেন্স অপশনে ক্লিক করলেই সব তথ্য জানা যাবে।

২) আপনি ঘরে বসেই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।অ্যাকাউন্টের নির্দিষ্ট আইডি, পাসওয়ার্ড থাকলেই এই কাজটি করতে পারবেন।

৩) ইউপিআই পেমেন্টের জন্য ভীম এসবিআই পে অ্যাপের ব্যবহার করে ব্যালেন্স ডিটেলস চেক করতে পারবেন‌। পেমেন্টের পাশাপাশি টাকা জমানোর ক্ষেত্রেও এই অ্যাপ ব্যবহার করা যায়।

৪) আপনি টোল ফ্রি নম্বরে কল করেও অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন,সেজন্য আপনাকে  রেজিস্টার নম্বর থেকে টোল ফ্রি নম্বরে কল করতে হবে। এই টোল ফ্রি নম্বরটি আপনি ইন্টারনেটে সার্চ করলে এসবিআই এর অফিশিয়াল সাইটেই পাবেন।

৫) এসএমএসের সাহায্যে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চাইলে নির্দিষ্ট মোবাইল নম্বরে‘ BAL ’ লিখে পাঠালেই ব্যালেন্স ডিটেলস এস এম এসের মাধ্যমে পেয়ে যাবেন। নির্দিষ্ট নম্বরটি হলো ০৯২২৩৭৬৬৬৬৬।

৬) আপনি হোয়াটস অ্যাপের মাধ্যমেও আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। এস বি আই এর জন্য একটি নির্দিষ্ট হোয়াটস অ্যাপ নাম্বার আছে,সেটি হলো ৯০২২৬৯০২২৬। এই নম্বরটি নিজেদের ফোনে সেভ করে রেজিস্টার মোবাইল নম্বর থেকে হাই লিখে পাঠালেই  ব্যালেন্স ডিটেলস দেখতে পাবেন।

আরো পড়ুন: দালালদের ফাঁদে পড়তে হবেনা! জমির দাম বলে দেবে সরকারি অ্যাপ

উল্লেখ্য ,সবশেষে সেই আদি পুরাতন পদ্ধতি,আপনি যদি এইসব প্রযুক্তির ব্যবহার সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল না হন,তাহলে  ব্যাঙ্কের পাস বই নিয়ে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করে অ্যাকাউন্টের ব্যালেন্স ডিটেলস জানতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *