SBI থেকে কোটি কোটি টাকা নিচ্ছে ধোনি, এমন কি হল ক্যাপ্টেন কুল মাহির?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ক্রিকেট মাঠে মাহির ক্যারিশমা এখনও অটুট। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি খেলার বাইরে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবারও তেমনটার ব্যতিক্রম হলো না। ভারতীয় স্টেট ব্যাঙ্ক থেকে মোটা অংকের টাকা নিচ্ছেন মাহি। খবর প্রকাশ্যে আসতেই অনেকের প্রশ্ন উঠেছে- কেন দেশের অন্যতম সফল ক্রিকেটার ব্যাংকের শরণাপন্ন হলেন? তাহলে কি তার আর্থিক অবস্থা খারাপ? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কিছু গল্প? চলুন জেনে নিই বিস্তারিত।

SBI-এর সঙ্গে ধোনির সংযোগ

বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য খেতাব জিতেছেন। বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন মাহি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিজ্ঞাপন, ব্র্যান্ড প্রচার এবং ব্যবসায় বিনিয়োগ করেও প্রচুর পরিমাণে অর্থ লাভ করছেন মহেন্দ্র সিং ধোনি।

কিন্তু তা সত্বেও কেন ধোনির নাম ভারতীয় স্টেট ব্যাঙ্কের সঙ্গে জড়িয়ে গেল? কারন জানলে অবাক হবেন। এক তথ্য অনুযায়ী, এসবিআই থেকে ঋণ নিচ্ছেন না মাহি। বরং এই ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মোটা অংকের টাকা পাচ্ছেন তিনি।

SBI-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ধোনি

২০২৩ সালের অক্টোবর মাসে ভারতীয় স্টেট ব্যাঙ্ক ধোনিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করে। তারপর থেকে বিভিন্ন বিজ্ঞাপনে প্রচারে ভারতীয় স্টেট ব্যাংকের সঙ্গে কাজ করেন তিনি। ব্যাংকের প্রচারমূলক ক্যাম্পেইনে অংশ নেওয়া, বিজ্ঞাপন শুটিং, সব মিলিয়ে ধোনির সঙ্গে এসবিআই-এর চুক্তি রয়েছে।

এই চুক্তির অধীনে প্রায় ৬ কোটি টাকা পারিশ্রমিক পাবেন ক্যাপ্টেন কুল। অর্থাৎ, এটি কোন ঋণ বা আর্থিক সংকটের বিষয় নয়। বরং এটি একটি বাণিজ্যিক চুক্তি, যেখানে মাহি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এবং তার পারিশ্রমিক পাচ্ছেন। 

আরও পড়ুন: চালু হচ্ছে আধারের নতুন পোর্টাল, কী কী সুবিধা পাবে সাধারণ মানুষ?

IPL 2025-এ খেলবেন ধোনি?

জাতীয় দলের জার্সিতে ক্যাপ্টেনকে শেষবার দেখা গেছিল ২০১৯ সালে। এরপর ২০২০ সালের ১৫ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তবে আইপিএল এখনো নিয়মিত চালিয়ে যাচ্ছেন মাহি। বর্তমানে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব রুটুরাজের হাতে তুলে দিয়ে নিজে একজন সাধারণ খেলোয়াড় হিসেবেই খেলছেন। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০২৪ আইপিএলে ধোনির পারফরমেন্স দেখার পর অনেকেই ভাবছিলেন এবার হয়তো তিনি বিদায় নেবেন। কিন্তু সূত্র বলছে, ২০২৫ সালের আইপিএলে ফের একবার চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে দেখা যাবে থালাকে।

Leave a Comment