জন্ম তারিখ নিয়ে জালিয়াতি আধার কার্ডে! এবার বিরাট পদক্ষেপ নিল UIDAI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডের (Aadhaar Card) গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এটি শুধুমাত্র পরিচয়পত্র নয়, বরং ব্যাংক থেকে শুরু করে সরকারি পরিষেবা, স্কুল-কলেজ, সব জায়গায় গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তবে এই গুরুত্বপূর্ণ পরিচয়পত্রকেই এবার জালিয়াতির মাধ্যমে হিসেবে ব্যবহার করা হচ্ছে।

হ্যাঁ, ভুয়ো জন্ম তারিখ, বায়োমেট্রিকের কারচুপি, নকল আঙ্গুলের ছাপ, সবকিছুই হচ্ছে আধার কার্ডের সাথে। তবে এবার সেই প্রতারণাগুলিতে রুখতে বিরাট পদক্ষেপ নিয়ে ফেলল UIDAI। হ্যাঁ, UIDAI-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, আধার কার্ড নিয়ে জালিয়াতি করলে আর কোনোভাবেই ছাড় পাওয়া যাবে না।

কী বলছে UIDAI?

UIDAI-র সিইও ভুবনেশ কুমার সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আধার কার্ডে জালিয়াতি রুখতে এবার তারা ব্যবহার করবে এআই টেকনোলজি এবং মেশিন লার্নিং প্রযুক্তি। এখন থেকে যারা আধারে ঘনঘন জন্মতারিখ বা বায়োমেট্রিক পরিবর্তন করতে চায়, তাদের জন্য নিয়ম কঠিন হচ্ছে। শুধু তাই নয়, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে রূপান্তর করা হয়েছে, যাতে ভুয়ো নথি জমা দেওয়ার সুযোগ না থাকে।

জালিয়াতির নতুন কৌশল

আপনি হয়তো জানেন না, কেউ কেউ আধার কার্ডে নিজের আঙ্গুলের ছাপের সঙ্গে অন্যের আঙ্গুলের ছাপ মিশিয়ে জাল বায়োমেট্রিক ব্যবহার করছে। পাশাপাশি অনেকেই জন্ম তারিখ বাড়িয়ে বা কমিয়ে চাকরি বা কোনও সরকারি সুবিধা পেতে চাইছে।

শুধু তাই নয়, ফেক জন্ম সার্টিফিকেটের সাহায্যে বারবার ডেট অফ বার্থ আপডেট করার চেষ্টা করছে অনেকে। UIDAI বলছে, এতদিন এই সমস্ত জালিয়াতি করে অনেকেই পার পেতেন। তবে এবার এআই এবং ডেটা ভেরিফিকেশনের মাধ্যমে প্রতিটি অনিয়ম ধরা পড়বে। আর সেই অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: মাসে মাত্র ৪২ টাকা জমিয়ে অবসর জীবনে পান মোটা অঙ্কের পেনশন! সেরা স্কিম সরকারের

শিশুদের আধার কার্ডেও নজরদারি

শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নয়, বরং শিশুদের আধার কার্ড নিয়েও এবার তৎপর হয়েছে UIDAI। এখন থেকে এমন শিশু, যাদের বায়োমেট্রিক নেওয়া হয়নি, তাদের আধার কার্ডের আবেদনের জন্য ব্যবহার করা হবে এআই বেস ক্যামেরা প্রযুক্তি, যাতে কেউ ভুল তথ্য দিয়ে আধার কার্ড না বানাতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পাশাপাশি আগামী দিনে আধার রেজিস্ট্রেশনের সময় প্যান কার্ড, জন্ম তারিখ এবং এম MNREGA ডেটা সরাসরি যুক্ত থাকবে, যাতে আলাদা করে ম্যানুয়াল যাচাই করার দরকার না পরে। এর ফলে ভুয়ো নথি বা জালিয়াতির ঝুঁকি অনেকটাই কমবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment