কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রের দীপাবলি উপহার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা তার বৈঠকে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) 3% বৃদ্ধি অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন 48 লাখ কর্মচারী ও 67 লাখ পেনশনভোগী।
মহার্ঘ ভাতা (DA) মূল বেতনের 50% থেকে বেড়ে 53% হবে
গত 9 অক্টোবর মন্ত্রিসভার বৈঠকের পর মহার্ঘ ভাতা বাড়ানো হবে বলে আশা করেছিলেন কর্মচারী ও পেনশনভোগীরা। এই সর্বশেষ বৃদ্ধির অধীনে, অবশেষে তাঁদের অপেক্ষার অবসান। মহার্ঘ ভাতা মূল বেতনের 50% থেকে 53% পর্যন্ত বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি জুলাই 2024 থেকে প্রযোজ্য হবে। মুদ্রাস্ফীতির প্রভাবে মানুষের চাপ কিছুটা হলেও কমবে।
মার্চ মাসে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল 4%
মার্চ মাসে, সরকার মহার্ঘ ভাতা 4% বাড়িয়েছিল, যা জানুয়ারী 2024 থেকে কার্যকর হয়েছে, মোট মহার্ঘ ভাতা মূল বেতনের 46% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। এই ভাতার হিসাব গত 12 মাসের সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের গড় উপর ভিত্তি করে করা। সপ্তম বেতন কমিশনের রিপোর্ট অনুসারে, যখন মহার্ঘ ভাতা মূল বেতনের 50% হয়ে যায়, তখন বাড়ি ভাড়া ভাতা সহ অনেক ভাতাও অটোমেটিক ভাবেই সংশোধনের সুযোগের আওতায় আসে।
কর্মচারীরা ৩ মাসের বকেয়াও পাবেন
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩% ডিএ বাড়ানোর পাশাপাশি আরও ১ টি সুখবর রয়েছে। এবার জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কেন্দ্রীয় কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় অক্টোবর মাসের বেতনের পাশাপাশি কর্মচারীদের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়াও পরিশোধ করা হবে।
আরও পড়ুন: দীপাবলির বোনাস, ৩০০০ টাকা সোজা অ্যাকাউন্টে ঢুকবে, এইসব লোকেরা পাবে
DA কীভাবে হিসাব করা হয়?
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তাঁদের মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ করা হয়। ধরুন একজন কর্মচারীর মূল বেতন 30 হাজার টাকা এবং মহার্ঘ ভাতা তিন শতাংশ বৃদ্ধির ক্ষেত্রে কর্মচারীর বেতন 900 টাকা বৃদ্ধি পাবে।
আগে যদি ওই কর্মচারী মূল বেতন, ডিএ এবং বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ HRA যোগ করার পরে 55,000 টাকা পেতেন, এখন তাঁকে 55,900 টাকা দেওয়া হবে।