২০২৫ সালের জানুয়ারি মাস থেকে রাজ্যের সরকারি কর্মীদের জন্য আসতে বলেছে একগুচ্ছ পরিবর্তন। নতুন বছরে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে এই রাজ্যে। পাশাপাশি সুপ্রিম কোর্টে চলমান পঞ্চম বেতন কমিশনারের বকেয়া সংক্রান্ত মামলার শুনানি থেকে আসতে পারে একটা বড় সিদ্ধান্ত।
মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা
২০২৪ সালের শুরুতেই রাজ্য সরকার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। সেই বাড়তি ভাতা কর্মীরা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে পেয়ে আসছেন। এরপর এপ্রিল মাসে আরো ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়। ফলে এখন কর্মীদের মোট ডিএ বৃদ্ধি হয়েছে ৮ শতাংশ।
তবে শোনা যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে আরো ৬ শতাংশ ডিএ বাড়তে পারে। যার ফলে সবমিলিয়ে মোট ডিএ বৃদ্ধির হারকে ১৪ শতাংশে নিয়ে যাবে।
সুপ্রিম কোর্টের শুনানি
২০২৫ সালের ৭ই জানুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। এই মামলাটি দীর্ঘদিন ধরে চলে আসছে, যেখানে রাজ্য সরকারের তরফে ২০২২ সালে নভেম্বর মাসে ডিএ বৃদ্ধি নিয়ে একটি বিশেষ আবেদন করা হয়েছিল।
এই মামলার শুনানি যদি রাজ্য সরকারি কর্মীদের পক্ষে যায় তবে ২০২৫ সালের শুরুতেই তারা পঞ্চম বেতন কমিশনারের অধীনে বকেয়া ডিএ পেয়ে যাবেন। এটি রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর।
কনফেডারেশনের বক্তব্য
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, মহার্ঘ ভাতা মামলার এটি হবে ১৪ তম শুনানি। তিনি আশাবাদী যে এই মামলার রায় রাজ্যের সরকারি কর্মীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে তাদের আর্থিক সুরহা অনেকটাই হবে এবং তারা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে।
আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ইউকো ব্যাঙ্ক, 4 টি বড় ব্যাঙ্ক বিক্রি হতে চলেছে! এবার কী করবেন গ্রাহকরা?
২০২৫ সালে কর্মীদের আশা
২০২৫ সালের শুরুতে এটি ডিএ বৃদ্ধির পাশাপাশি বকেয়া ভাতা পেয়ে গেলে রাজ্যের সরকারি কর্মীদের জন্য এটি হবে সব থেকে আনন্দের বছর। অনেক কর্মীরাই মনে করছেন এই জোড়া সুখবর তাদের পেশাগত জীবন এবং আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সচ্ছল করে তুলবে।
রাজ্যের সরকারি কর্মীরা এখন অপেক্ষা করছে আগামী ৭ জানুয়ারির জন্য যদি এই মামলার শুনানিতে ইতিবাচক রায় আসে এবং ডিএ বৃদ্ধি কার্যকর হয় তাহলে ২০২৫ সাল থেকেই তাদের বেতন বৃদ্ধি পাবে এবং তারা স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারবে।