ভারতের টেলিকম দুনিয়ায় এবার ঝড় তুলতে নেমেছে জিও। যেখানে প্রতিযোগীরা নিজেদের টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে, সেখানে দাঁড়িয়ে জিও এবার এমন এক অফার (Jio Offer) নিয়ে এসেছে, যা সত্যি তাক লাগিয়ে দেয়। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদি প্ল্যান খুঁজছেন, তাদের জন্য জিও’র নতুন ৮৪ দিনের প্ল্যানটি একেবারে নজরকাড়া।
৮৪ দিনের ধামাকাদার প্ল্যান
বর্তমানে জিও জুটি আলাদা আলাদা প্ল্যান অফার করছে। যার একটি দাম ১০২৯ টাকা এবং অপরটির দাম ১০২৮ টাকা। একই রকম দেখতে মনে হলেও, এই প্ল্যানদুটির মধ্যে ফারাক রয়েছে বিস্তর।
১০২৯ টাকার প্ল্যানে কী মিলছে?
এই প্ল্যানে আপনি পাবেন ৮৪ দিনের বৈধতা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-র সুবিধা, প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা, প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস, অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন, JioTV, JioCinema ও JioCloud-র সাবস্ক্রিপশন। পাশাপাশি 5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ আনলিমিটেড 5G ডেটার দেওয়া হবে।
১০২৮ টাকার প্ল্যানে কী মিলছে?
যারা অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশনের থেকে বেশি খাবার অর্ডার করতে ভালোবাসেন, তাদের জন্য রয়েছে এটি সেরা বিকল্প। কারণ এই প্ল্যানে আপনি পাবেন ৮৪ দিনের বৈধতা, প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। পাশাপাশি সুইগি প্রিমিয়াম সাবস্ক্রিপশন মিলবে। এর মাধ্যমে আপনি সুইগিতে দ্রুত ডেলিভারি, ফ্রি ডেলিভারি অফার এবং এক্সক্লুসিভ ছাড়ও পাবেন।
আরও পড়ুন: এইসব কৃষকরা পিম কিষানের টাকা পাবে না, আপনি তালিকায় আছেন কিনা দেখুন
পিছিয়ে নেই Airtel-ও
তবে জিও’র এই দাপটের মাঝে Airtel-ও তাদের ৯৭৯ টাকার প্ল্যানে বেশ কিছু আকর্ষণীয় সুবিধা প্রদান করছে। এই প্ল্যানে পাবেন ৮৪ দিনের বৈধতা, প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস-র সুবিধা। পাশাপাশি Airtel Xstream Play অ্যাপের মাধ্যমে ২২টির বেশি OTT প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস মিলবে।
তাই যদি প্রচুর পরিমাণে সুবিধা উপভোগ করতে চান এবং দীর্ঘমেয়াদী রিচার্জদের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে জিও’র এই ধামাকাধার প্ল্যানদুটির মধ্যে যেকোনো একটিকে পছন্দসই বিচার করতে পারেন।