কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সরব ছিলেন অনেকদিন। সরকারি কর্মী ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এই চাপা উত্তেজনা কাজ করছিল। এবার রাজ্য সরকার এমন কিছু করেছে, যা রীতিমত চোখ ধাঁধিয়ে দিয়েছে একাধিক কর্মচারীর।
আসন্ন পর্বে মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়, কোন দিকে যাবে, সে নিয়ে কিছুটা হলেও কম ভাবছেন সরকারি কর্মীরা। অনেকেই খুশি হয়েছেন মমতা সরকারের এই বিশেষ পদক্ষেপে।
ভোট মিটতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন। ভোটের ফলাফল প্রকাশের পর থেকে এবার এই সমস্ত প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণ করা হচ্ছে।
এর আগে রাজ্য সরকারি কর্মীরা ১০ শতাংশ করে মহার্ঘ ভাতা পেতেন। রাজ্যের অর্থ বাজেট পেশ করার সময়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিলেন। বর্তমানে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা।
এই বাড়তি ভাতা মে মাস থেকে রাজ্য কর্মীদের একাউন্টে ঢুকছে। একইভাবে এই মহার্ঘ ভাতার সুবিধা নিয়ে উপকৃত হচ্ছে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। যদিও তাঁদের জন্য 4% বর্ধিত DA এপ্রিল মাস থেকেই কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গে হোম গার্ডদের জন্যও ভাতা বৃদ্ধি করেছে সরকার
পশ্চিমবঙ্গে এখন 18 হাজারেরও বেশি হোমগার্ড রয়েছেন। সম্প্রতি, রাজ্যের হোমগার্ডের জন্যও অবসরপ্রাপ্ত ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের হোমগার্ডদের জন্য ঘোষণা করা হয়েছিল এই নতুন পরিমাণ।
অবসরপ্রাপ্ত হোমগার্ডরা এতদিন পর্যন্ত পেতেন 3 লক্ষ টাকা করে। সেই টাকাই এবার 2 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে এই হোম গার্ডরা মোট 5 লক্ষ টাকা করে পাবেন, সরকারের তরফে। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ডিজি ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু করেছে।
আরো পড়ুন: কৃষক বন্ধুর টাকা ১৮ জুন তারিখে অনেকের ঢুকেছে, আপনি পেলেন কিনা এইভাবে দেখুন
জুন মাসে ডবল মহার্ঘ ভাতা টাকা পাবেন এই কর্মীরা
ষষ্ঠ বেতন কমিশনের অধীনে, এপ্রিল মাসে ১০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়েছিলেন রাজ্যের শিক্ষক ও শিক্ষা কর্মীরা। কিন্তু রাজ্য সরকারের বর্ধিত 4% মহার্ঘ ভাতা এপ্রিল মাস থেকেই কার্যকর করা হয়েছে।
তাই এপ্রিল মাসের বকেয়া মহার্ঘ ভাতাও জুন মাসের বেতনের সঙ্গে জুন মাসের মহার্ঘ ভাতার পাশাপাশি দেওয়া হবে বলে জানা গিয়েছে।