নতুন জুলাই মাস শুরু হয়ে গিয়েছে। নতুন মাস শুরু হলেই লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলারা ১০০০ টাকা এবং ১২০০ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যানে। মূলত প্রতি মাসের ২ তারিখের পরেই এই টাকা দিতে শুরু করে রাজ্য সরকার। আপনার বা আপনার পরিবারের কারো লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকল কিনা তা কীভাবে মোবাইল নম্বরের মাধ্যমে জানতে পারবেন, সেই বিষয়ে আজকে আমরা জানাবো।
পরিবারের মহিলা সদস্যদের আর্থিক নির্ভরতা দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগের লক্ষ্য হল মাসিক আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করা, তাঁদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি করা।
বিশেষ করে অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত মহিলাদের ক্ষমতায়নের জন্য তৈরি করা হয়েছে, এই প্রোগ্রামটি। 1.5 কোটিরও বেশি গ্রাহকের হাত ধরে, এই প্রকল্প পশ্চিমবঙ্গে একটি অত্যন্ত সফল প্রচেষ্টা হিসেবে দাঁড়িয়েছে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা
- রাজ্যের মহিলাদের জন্য আর্থিক স্বাধীনতা বাড়ায়।
- 1.5 কোটিরও বেশি পরিবার মাসিক আর্থিক সহায়তা পায়।
- এই স্কিমটি পরিবারের মাসিক খরচের প্রায় 10% থেকে 20% কভার করে।
- সুবিধার পরিমাণ সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।
- সমস্ত বর্ণ গোষ্ঠীর মহিলারা এই স্কিমের জন্য আবেদন করার যোগ্য।
এবার প্রশ্ন হল, আপনি এই মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাগুলো আদৌ পাবেন। তা জানার জন্য মোবাইল নম্বর দিয়ে দেখে নিন। প্রতিটি ধাপ নিম্নলিখিত রেখেছে কাজের সুবিধা।
মোবাইল নম্বর দিয়ে লক্ষ্মীর ভান্ডার সুবিধাভোগী তালিকা দেখুন এইভাবে
(1) socialsecurity.wb.gov.in- এই অফিশিয়াল লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইট দেখুন।
(2) Track Application Status অপশনে ক্লিক করুন।
(3) আপনার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, বা স্বাস্থ্য সাথী নম্বর লিখুন।
(4) ক্যাপচা কোড লিখুন এবং সার্চ বোতামে ক্লিক করুন।
(5) এখন, আপনি যদি সুবিধা পেতে পারেন, তাহলে এখানেই আপনার লক্ষ্মীর ভান্ডার সুবিধাভোগী আইডি নম্বর এবং আবেদন নম্বর দেখতে পাবেন।
মোবাইল নম্বর দিয়ে লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস যাচাই করুন
(1) লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট দেখুন।
(2) অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর, বা স্বাস্থ্য সাথী নম্বর ইনপুট করুন।
(3) ক্যাপচা কোড লিখুন এবং ‘সার্চ এ ক্লিক করুন।
(4) স্ক্রিনে ভেসে উঠবে আপনার লক্ষ্মীর ভান্ডার মাসিক পেমেন্ট স্ট্যাটাসের বিশদ বিবরণ।
আরো পড়ুনঃ ২ বারে ১২,০০০ টাকা দিচ্ছে সরকার! রেশন কার্ড থাকলে এইভাবে আবেদন করুন
লক্ষ্মীর ভান্ডারের টাকা ব্যাঙ্কে ঢুকেছে কিনা মোবাইল নম্বর দিয়ে দেখুন
মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার:- ব্যাঙ্কের নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাপ ডাউনলোড করে লগইন করুন। ‘Account Balance’ বা ‘Transaction History’ অপশনটি খুঁজে নিয়ে, অ্যাকাউন্টের বর্তমান স্থিতি দেখে নিন।
SMS ব্যাঙ্কিং: BAL টাইপ করে ব্যাঙ্কের নির্দিষ্ট নম্বরে পাঠান। দেখবেন, কিছুক্ষণের মধ্যেই ব্যালেন্সের সহ তথ্য মোবাইলে দেখা যাবে।
কাস্টমার কেয়ার: ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরে কল করে, প্রতিনিধিকে অ্যাকাউন্টের তথ্য এবং মোবাইল নাম্বার দিলেই, ব্যালেন্সের তথ্য জেনে যাবেন।