কখনো কি ভেবে দেখেছেন, আপনি গ্রামের একেবারে প্রান্তিক এলাকায় থাকেন আর আপনার বাড়িতে কেউ এসে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) লগ্নি করার জন্য প্রয়োজনীয় কেওয়াইসি করে দিয়ে যাচ্ছে? আর ঠিক এরকমই এক উদ্যোগ গ্রহণ করল কেন্দ্র সরকার। হ্যাঁ, এই প্রকল্পের নাম দুয়ারে ডাকঘর।
মিউচুয়াল ফান্ডের কেওয়াইসি এখন ঘরে বসেই
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু দেশের প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকায় বসবাস করা বহু মানুষ ঠিকমতো কেওয়াইসি করতে পারে না। ফলে যোগাযোগ সমস্যা, নথিপত্র জমা দেওয়ায় জটিলতা সৃষ্টি হয়।
আর এই সমস্যা মেটাতেই ভারতীয় ডাক বিভাগের সঙ্গে হাত মিলিয়েছে মিউচুয়াল ফান্ড। তাঁদের যৌথ প্রচেষ্টায় এবার ডাককর্মীরা সরাসরি গ্রাহকের বাড়িতে এসে কেওয়াইসি করে দিয়ে যাবে।
কেন এই উদ্যোগ নেওয়া হল?
সম্প্রতি নরেন্দ্র মোদী সরকারের জন নিবেশ প্রকল্পের অংশ হিসেবে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্র মনে করছে, দেশজুড়ে ছড়িয়ে থাকা ডাকঘর এবং তার কর্মীদেরকে যথাযথ ব্যবহার করে কেওয়াইসি প্রক্রিয়া সহজ করা হবে। যোগাযোগ মন্ত্রক বলছে, ডাক বিভাগের এমন উদ্যোগ মিউচুয়াল ফান্ডের মত গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবাকে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে।
কীভাবে পাবেন এই পরিষেবা?
যদি আপনি এই পরিষেবা পেতে চান, তাহলে শুধুমাত্র কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যেমন-
- প্রথমে কেওয়াইসি রেজিস্ট্রেশন সংস্থা অথবা সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার ওয়েবসাইট থেকে কেওয়াইসির ফরম ডাউনলোড করুন।
- এবার ফরমটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। যেমন নাম, ঠিকানা, প্যান নাম্বার, আধার নাম্বার।
- এবার ফর্মের সঙ্গে নিজের স্ব-প্রত্যাহিত কপি সংযুক্ত করুন।
- এবার নথিপত্রগুলি মিউচুয়াল ফান্ডের অফিসে গিয়ে জমা দিন।
সমস্ত নথি জমা হয়ে গেলে এক সপ্তাহের মধ্যেই কোন ডাক কর্মী আপনার বাড়িতে এসে নথিপত্র যাচাই করে নিয়ে যাবে।
ইতিমধ্যেই সাফল্য রেকর্ড করেছে ডাকঘর বিভাগ
সরকারের তথ্য অনুযায়ী, ভারতীয় ডাক বিভাগ ইতিমধ্যে UTI এবং SUUTI এর হয়ে ৫ লক্ষের বেশি কেওয়াইসি সম্পন্ন করেছে। আর এই সাফল্য দেখাচ্ছে, ডাকঘর কেবলমাত্র চিঠি নয়, বরং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও বড়সড় ভূমিকা রাখছে।
আরও পড়ুন: একটানা ৯ দিন ছুটি এপ্রিলে! আপনি কীভাবে পাবেন হিসাব দেখে নিন
একবার কেওয়াইসি করলেই সারাজীবন নিশ্চিন্ত
যদি আপনি একবার ডাকঘরের মাধ্যমে কেওয়াইসি করিয়ে নেন, তাহলে অ্যাসেট ম্যানেজার সংস্থার ক্ষেত্রে সারাজীবনের জন্য কেওয়াইসি বৈধ থাকবে। আবার নতুন করে কোনো ফর্ম বা নথি জমা দিতে হবে না। সুতরাং দুয়ারে ডাকঘর প্রকল্প শুধুমাত্র একটি নতুন পরিষেবা নয়, বরং এটি আর্থিক অন্তর্ভুক্তির জন্য এক বড়সড় পদক্ষেপ।