ভারতের বিদ্যুৎ ব্যবস্থায় এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্র সরকার নতুন বিদ্যুৎ বিল আনতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, এই নতুন বিল কার্যকর হলে সাধারণ মানুষের উপর বিলের বোঝা অনেকটাই বাড়তে পারে। পাশাপাশি রাজ্য সরকারের ক্ষমতাও সীমিত হয়ে যেতে পারে। ফলে দেশজুড়ে এই নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নতুন বিল নিয়ে বিতর্ক কেন?
নতুন বিদ্যুৎ বিল নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের মত সংস্থাগুলি সরব হয়েছে। তাদের দাবি, এই বিল পাস করা হলে বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আরও বাড়বে, যা শেষ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবাকে সম্পূর্ণ বেসরকারিকরণের দিকে নিয়ে যাবে। এর ফলে সাধারণ মানুষকে আরও বেশি পরিমাণ খরচ করতে হবে বিদ্যুতের জন্য।
বিদ্যুৎ বিল পাস হলে কী পরিবর্তন আসতে পারে?
এই নতুন বিদ্যুৎ বিল পাস হলে-
- বিদ্যুতের দাম বাড়তে পারে। কারণ বেসরকারি সংস্থাগুলি বাজারের নিয়ম মেনে নির্ধারণ করবে।
- রাজ্য সরকার বিদ্যুৎ ভর্তুকি কমিয়ে দিতে পারে। ফলে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বাড়বে।
- সরকারি বিদ্যুৎ সংস্থাগুলির আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। কারণ বেসরকারি প্রতিযোগিতার মুখে তারা টিকতে পারবে না।
- গ্রাহকদের বিদ্যুৎ সংক্রান্ত সুবিধা কমতে পারে।
আরও পড়ুন: মাত্র ৫৫ টাকা জমা করে প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন, কেন্দ্র নিয়ে এলো সেরা স্কিম
বিক্ষোভ এবং জনমতের প্রতিক্রিয়া
এই নতুন বিলের প্রতিবাদে ইতিমধ্যে দিল্লিতে বিক্ষোভ করেছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের অফিস সম্পাদক সুব্রত বিশ্বাস বলেছেন, “এই বিল কার্যকর হলে সাধারণ গ্রাহকরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমানে রাজ্য সরকার ভর্তুকি দিয়ে বিদ্যুতের দাম কমিয়ে রাখে। কিন্তু নতুন নিয়ম চালু হলে রাজ্যের হাতে আর সেই ক্ষমতা থাকবে না। ফলে বিদ্যুতের বিল বেড়ে যাবে। ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ পড়বে।”
নতুন বিদ্যুৎ বিল পাস হলে সাধারন মানুষকে বেশি খরচ করে বিদ্যুৎ কিনতে হতে পারে, যা অনেকের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে। সরকার এখনো অবশ্যই এই নিয়ে কোন চূড়ান্ত ঘোষণা করেনি। তবে এই বিল কার্যকর হলে বিদ্যুৎ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার সরকার এই বিষয়কে কীভাবে সামাল দেয়।