ভারতের প্রতিটি নাগরিকের কাছে আধার কার্ড (Aadhaar Card) সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কিন্তু সেই আধার কার্ডে যদি কোনো মৃত ব্যক্তির নাম থেকে যায়, তাহলে তা হয়ে উঠতে পারে মারাত্মক সমস্যা। এমনকি হতে পারে জালিয়াতিও। আর সেই সম্ভাবনাকে রুখতেই এবার বিরাট পদক্ষেপ নিল UIDAI।
১.১৭ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করল UIDAI
সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রায় ১.১৭কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আর এই সমস্ত নম্বরের কার্ডধারীরা মূলত মৃত। UIDAI মনে করছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য- মৃতদের পরিচয়পত্র অপব্যবহার বন্ধ করা।
কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ এখনো পর্যন্ত ২৪টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে চালু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। হ্যাঁ, মাই আধার পোর্টালের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে পরিবারের সদস্যের মৃত্যুর বিষয়টি খুব সহজেই সরকারি পোর্টালে জানানো যাবে।
কেন নেওয়া হল এই পদক্ষেপ?
সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার ডেটাবেস যাতে পুরো নির্ভুল থাকে এবং জালিয়াতি আটকানো যায়, সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে UIDAI বিভিন্ন উৎস থেকে মৃতদের রেকর্ড সংগ্রহ করে যাচাই করার পর সংশ্লিষ্ট আধার নাম্বারগুলিকে নিষ্ক্রিয় করেছে।
এখনো পর্যন্ত প্রায় ১.৭৫ কোটি মৃত্যুর রেকর্ড সংগ্রহ করেছে UIDAI, যার মধ্যে যাচাই করার পর ১.১৭ কোটি নম্বর নিষ্ক্রিয় করেছে বলে খবর। এর পাশাপাশি ৬.৭ লক্ষ কার্ডের রেকর্ড এখনো পর্যন্ত যাচাই চলছে।
চালু হল ডেথ রিপোর্টিং পোর্টাল
UIDAI এবার চালু করেছে “রিপোর্টিং অফ ডেথ অফ ফ্যামিলি মেম্বার” নামের একটি নতুন পরিষেবা। আর এখানে পরিবার থেকে কেউ মৃত সদস্যের আধার নম্বর বা ডেথ রেজিস্ট্রেশন নম্বর, এমনকি সম্পর্কের প্রমাণসহ বিস্তারিত তথ্য আপলোড করে দিতে পারবে।
আরও পড়ুন: ফিচারে ভরপুর! ভারতীয়দের জন্য লঞ্চ হল মাত্র ৪৪৯৯ টাকায় Ai+ স্মার্টফোন
এরপর সেই তথ্য UIDAI-র পক্ষ থেকে যাচাই করা হবে। আর যাচাইয়ের পর শুরু হবে আধার নম্বর নিষ্ক্রিয় করার প্রক্রিয়া। পাশাপাশি এই উদ্যোগে রাজ্য সরকারগুলিকেও যুক্ত করা হয়েছে।
তবে এখানেই শেষ নয়, UIDAI-র তরফ থেকে এবার পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যেখানে ১০০ বছরের বেশি বয়সী আধার কার্ডধারীদের তথ্য সমস্ত রাজ্য সরকারের মধ্যে ভাগ করে নেওয়া হচ্ছে। আর এই প্রকল্পের উদ্দেশ্য একটাই, তারা আদৌ জীবিত রয়েছেন কিনা, তা নিশ্চিত করা। এমনকি যাচাই করার পর যদি প্রয়োজন পড়ে, তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।