এই ৫ টাকার কয়েন আর পকেটে রাখতে পারবেন না, আপনার কাছে ১ টা থাকলে কী করবেন দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৫ টাকার কয়েন নিয়ে ইন্টারনেটে নানা গুজব ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন যে, ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এবং কেন্দ্রীয় সরকার ৫ টাকার কয়েন সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এই বিষয়টি কি সত্যিই নাকি গুজব? চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নিই।

৫ টাকার কয়েন: কি বলছে রিপোর্ট?

ভারতের বর্তমানে ১ টাকা থেকে ২০ টাকার কয়েন বাজারে প্রচলিত রয়েছে। মাঝেমধ্যে ৩০ ও ৫০ টাকার কয়েনের ঘোষণা শোনা যায়। তবে সাম্প্রতিক সময়ে একটি বিষয় আলোচনায় উঠে এসেছে যে, মোটা ধাতব ৫ টাকার কয়েন বাজার থেকে সরিয়ে ফেলা হচ্ছে এবং তা সম্পূর্ণ হবে বাতিল করে দেওয়া হবে।

৫ টাকার কয়েনের প্রকারভেদ 

বর্তমানে বাজারে যে সমস্ত ৫ টাকার কয়েন চলে সেগুলি মূলত দুই প্রকারের হয়-

  • পিতলের কয়েন- এগুলি দেখতে খুবই চকচকে, হালকা এবং মসৃণ।
  • মোটা ধাতব কয়েন- এই কয়েনগুলো তুলনামূলকভাবে ভারী এবং তৈরি করতে বেশি ধাতুর প্রয়োজন হয়।

কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) মোটা ৫ টাকার কয়েনের উৎপাদন বন্ধ করে দিয়েছে এবং শোনা যাচ্ছে এই কয়েনগুলি বাতিল করে দেওয়া হবে। 

কেন বন্ধ হচ্ছে মোটা ৫ টাকার কয়েন?

মোটা ৫ টাকার কয়েন বন্ধ হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলি জানা যাচ্ছে সেগুলি হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • ধাতুর অপচয়- মোটা ৫ টাকার কয়েন তৈরি করতে প্রচুর পরিমাণে ধাতুর প্রয়োজন হয়, যা ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। 
  • অবৈধ ব্যবহার- কিছু অসাধু ব্যক্তি মোটা ৫ টাকার কয়েন গলিয়ে ব্লেড তৈরি করতে শুরু করেছে। একটি মোটা কয়েন থেকে চার পাঁচটি ব্লেড তৈরি করা যাচ্ছে। এই কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে সরকার।

এই পরিস্থিতি বিবেচনা করেই মোটা ধাতব ৫ টাকার কয়েনের উৎপাদন বন্ধ করা হয়েছে এবং বাজার থেকে তা অপসারণ করার চেষ্টা চলছে। 

৫ টাকার কয়েন নিয়ে আসল তথ্য কী?

যদিও মোটা ৫ টাকার কয়েন এখনো তৈরি করা হচ্ছে না, তবে পিতলের ৫ টাকার কয়েন বাজারে প্রচলিত রয়েছে এবং তা এখনো পর্যন্ত বৈধ। তাই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। 

ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী-

  • কোন কয়েন বা নোট বাতিলের আগে সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। 
  • বর্তমানে পিতলের ৫ টাকার কয়েন বৈধ এবং তা নতুনভাবে প্রচলিত থাকবে।

আপনার কাছে মোটা ৫ টাকার কয়েন থাকলে কী করবেন?

আপনার কাছে যদি মোটা ধাতব ৫ টাকার কয়েন থাকে তবে তা ব্যাংকে জমা দিয়ে আসতে পারেন। যেকোনো ব্যাংকে পুরনো কয়েনের বদলে নতুন কয়েন বা নোট গ্রহণ করা যাবে। 

আরও পড়ুন: জানুয়ারিতেই হবে চাকরির মেলা, পশ্চিমবঙ্গের বেকারদের জন্য দারুন খবর, কখন কী করতে হবে জানুন?

তবে অনলাইনে ৫ টাকার কয়েন নিয়ে যে ধরনের খবর ছড়াচ্ছে তার বেশিরভাগই গুজব হিসেবে ধরা হচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) কোন ঘোষণা ছাড়া কোন মুদ্রা বাতিল করতে পারে না। তাই গুজবে বিভ্রান্ত হবেন না এবং মুদ্রা সংক্রান্ত যে কোন বিষয়ে সরকারি আপডেট পেতে RBI বা ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করুন।

Leave a Comment