Birth Certificate Aadhaar Card: জন্ম সার্টিফিকেটের সাথে আধার কার্ড জুড়ে দিন, দেখে নিন কীভাবে করবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড এখন আর শুধুমাত্র কোনও পরিচয়ের প্রমাণপত্র নয়, বরং প্রতিটি সরকারি সুবিধা পাওয়ার জন্য এক বাধ্যতামূলক নথি। ফলে অনেক অভিভাবক নবজাতকের জন্মের শংসাপত্রের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চায়। ডিজিটাল রেকর্ড ব্যবস্থার প্রসার করতে এখন সরকার এই প্রক্রিয়াকে সহজ করে তুলেছে। তবে কীভাবে তা লিঙ্ক করবেন? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

কেন জন্মের শংসাপত্রের সঙ্গে আধার যুক্ত করা দরকার?

আসলে ডিজিটাল পরিচয় এখন জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন। স্কুলে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট, সরকারি প্রকল্পের সুবিধা, স্বাস্থ্যবীমা বা যেকোনও জমির রেকর্ডের ক্ষেত্রে আধার কার্ড গুরুত্বপূর্ণ। শিশুদের জন্মের মুহূর্ত থেকে সঠিক তথ্য যদি এক জায়গায় রাখা যায়, তাহলে ভবিষ্যতে অনেকটাই ঝামেলা কমে। তাই জন্ম সার্টিফিকেট ও আধার কার্ড যুক্ত করে নেওয়া জরুরী।

নবজাতকের জন্ম সার্টিফিকেটের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে হবে?

হাসপাতালে শিশুর জন্মের পর তার তথ্য সরাসরি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমে আপলোড করা হয়। আর এই তথ্যের মধ্যে শিশুর নাম, জন্ম তারিখ এবং সময়, লিঙ্গ, পিতা-মাতার বিবরণ সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকে। নিম্নলিখিত ধাপে সেই আধার লিঙ্ক সম্পন্ন হয়। 

  • জন্মের তথ্য প্রথমে রেজিস্টরে নথিভুক্ত হয়। 
  • এরপর সেই তথ্য সিআরএস পোর্টালে পাঠানো হয়। 
  • এরপর আবেদন করার সময় আধার লিঙ্ক অপশনটিকে বেছে নেওয়া হয়। 
  • এরপর শিশুর জন্য একটি অস্থায়ী আধার নম্বর তৈরি করা হয়। 
  • এরপর বাবা-মায়ের আধার, ঠিকানা এবং অন্যান্য তথ্য দেওয়া হয়। 
  • এরপর সমস্ত তথ্য মিলে গেলে জন্ম সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ড স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়।

ইতিমধ্যেই তৈরি জন্ম সার্টিফিকেট কীভাবে লিঙ্ক করবেন?

যদি শিশুর বয়স বেশি হয় বা আগে থেকে জন্ম সার্টিফিকেট এবং আধার কার্ড তৈরি করা থাকে, কিন্তু লিঙ্ক না থাকে, তাহলে আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে সেটিকে লিঙ্ক করতে হবে—

  • প্রথমে সিআরএস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 
  • এরপর জেনারেল পাবলিক সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  • এরপর লগইন করে বার্থ রেজিস্ট্রেশন বিভাগে যেতে হবে। 
  • এরপর আধার লিঙ্ক অপশনটিকে নির্বাচন করতে হবে। 
  • এরপর শিশুর বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর এবং আধার নম্বর ও ওটিপি দিতে হবে। 
  • সব তথ্য মিলে গেলে সঙ্গে সঙ্গে তা লিঙ্ক হয়ে যাবে।

আরও পড়ুনঃ ১০০ টাকার নোট বিক্রি করে ৬ লাখ টাকা আয় করতে পারেন! জেনে নিন উপায়

বলাবাহুল্য, জন্ম সার্টিফিকেটে কিছু ইস্যু থাকলে আগে থেকে তা সংশোধন করতে হবে। আর অনেক রাজ্যে ইতিমধ্যেই ইউআইডিএআই সেন্টার থেকে এই পরিষেবা পাওয়া যাচ্ছে। তাই যদি শিশুর জন্ম সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ড এখনও পর্যন্ত লিঙ্ক না করে থাকেন, তাহলে আজই তা করে ফেলুন।

Leave a Comment