নতুন বছরে রাজ্যের কর্মচারীদের বড় সুখবর, অবশেষে ডিএ বাড়ল ৭ শতাংশ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সুখবর। বছর ঘুরতেই বাড়ল DA। মুখ বেজার করে বসে থাকা রাজ্য কর্মচারীদের জন্য এই সুখবর। কেন্দ্রীয় হারের সমান সমান না পেলেও, স্বস্তি মিলেছে অনেকটাই। নতুন বছরে কর্মচারীদের বেতন বেড়েছে বলে কথা।

মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা ৭ শতাংশ বাড়িয়েছেন। এই বৃদ্ধির সাথে, ডিএ এখন বেড়ে ৩৯ শতাংশ হবে। বর্তমানে এসব কর্মীরা ৩২ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের এক লাখেরও বেশি কর্মচারী।

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতার হাল

বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছে। এই আবহে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বিস্তর। এই আবহে ডিএ আন্দোলনকারীরা, আরও ৩৯ শতাংশ ডিএ চাইছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কর্মীদের জন্য সুখবর!

আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রের কর্মীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পান। এই প্রেক্ষাপটে মণিপুরের সরকারি কর্মীরা কেন্দ্রের চেয়ে ১৪ শতাংশ কম ভাতা পাচ্ছেন। কেন্দ্রীয় কর্মীদের বর্তমান মহার্ঘ ভাতাও এই বছরের ডিসেম্বর পর্যন্ত বরাদ্দ ছিল।

আরও পড়ুন: ফোনের সাথে আধার কার্ড যুক্ত আছে তো? মোবাইলে ১-এর বেশি সিম থাকলেই জানুন

নতুন বছরে তা আরও একবার বাড়তে চলেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কেন্দ্রীয় কর্মীদের জন্য বছরে দুইবার মহার্ঘ ভাতা বাড়ানো হয়। এই বৃদ্ধি অর্ধবার্ষিক ভিত্তিতে করা হয়।

প্রসঙ্গত, যদিও পশ্চিমবঙ্গ নয়। মণিপুর সরকার এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে, যার ফলে রাজ্যের এক লক্ষেরও বেশি সরকারি কর্মচারী উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নির্দেশ অনুসরণ করে, এই বৃদ্ধি করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment