মহিলাদের জন্য বড় সুখবর! SBI এবার মহিলাদের যা দিচ্ছে জানলে চমকে উঠবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমান সময়ের মহিলাদের স্বনির্ভরতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান এমন অনেক মহিলা রয়েছেন, যারা শুধুমাত্র পর্যাপ্ত মূলধনের অভাবে পিছিয়ে পড়েন। এবার সেই সমস্যা দূর করতে বড় ঘোষণা করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাঙ্ক মহিলাদের জন্য অস্মিতা নামের এক বিশেষ ঋণ প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে বিনা গ্যারান্টিতে মহিলারা লোন নিতে পারবে।

কী এই অস্মিতা প্রকল্প?

ভারতীয় স্টেট ব্যাঙ্ক আন্তর্জাতিক নারী দিবসের আগে এই নতুন ঋণ সুবিধার ঘোষণা করেছে। স্টেট ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন,মহিলা নেতৃত্বাধীন মাইক্রো, ছোট ও মাঝারি শিল্পগুলি এই প্রকল্পের আওতায় দ্রুত এবং সহজ শর্তে ঋণ পাবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মহিলাদেরকে অর্থনৈতিক স্বনির্ভরতা দেওয়া এবং নতুন ব্যবসা গড়ে তুলতে সাহায্য করা। 

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এই প্রকল্পকে প্রযুক্তিগত উন্নয়ন এবং সামাজিক ক্ষমতার প্রতীক হিসেবেই চিহ্নিত করেছেন। কারণ এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র মহিলাদের আর্থিক সহায়তাই দেওয়া হবে না, বরং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে।

কেন গুরুত্বপূর্ণ এই নতুন লোন প্রকল্প?

বর্তমান সময়ে মহিলাদের জন্য বিশেষ ঋণ খুবই সীমিত। অনেক ক্ষেত্রে গ্যারান্টির অভাবে অনেক মহিলা ঋণ পান না। তবে ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই নতুন উদ্যোগে কোন গ্যারান্টি প্রয়োজন হবে না।

পাশাপাশি এখানে সুদের হারও সীমিত, যাতে সহজেই ঋণ পরিশোধ করা যায়। এই প্রকল্পের ফলে দেশের হাজার হাজার মহিলা ব্যবসায়ী নতুন উদ্যোগ শুরু করতে পারবেন এবং তারা ব্যবসাকেও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মহিলাদের জন্য আরো এক নতুন সুবিধা

ভারতীয় স্টেট ব্যাঙ্ক শুধুমাত্র ঋণ প্রকল্প নয়, RuPay দ্বারা চালিত “নারী শক্তি” প্ল্যাটিনাম ডেবিট কার্ড চালু করেছে মহিলাদের জন্যে। এই কার্ড বিশেষভাবে মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। যেখানে থাকছে একাধিক ছাড় এবং বিশেষ সুবিধা। এই কার্ডের মাধ্যমে কেনাকাটা, বিল পেমেন্ট এবং অন্যান্য ব্যাংকিং লেনদেন সহজে মেটানো যাবে। 

অন্যদিকে ব্যাঙ্ক অফ বরোদা মহিলাদের জন্য BOB গ্লোবাল উইমেন NRE এবং NRO সেভিংস অ্যাকাউন্ট প্রকল্প চালু করেছে, যেখানে থাকবে বেশি সুদ, হোম লোন এবং লোনে কর ছাড়ের সুবিধা। 

ভারতীয় স্টেট ব্যাংকের রেকর্ড মুনাফা এবং আর্থিক উন্নতি 

২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসীকে ভারতীয় স্টেট ব্যাঙ্কের নেট মুনাফা ৮৪ % বেড়ে ১৬,৮৯১ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত বছর এই সময়ে ভারতীয় স্টেট ব্যাঙ্কের নেট মুনাফা ছিল ৯১৬৪ কোটি টাকা। আর এই বিশাল মুনাফার বলে ব্যাংক নতুন নতুন পরিষেবা এবং ঋণ প্রকল্প চালু করতে পিছপা হচ্ছে না।

এর পাশাপাশি ভারতীয় স্টেট ব্যাঙ্কের সুদের আয়ও বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৭ হাজার ৪২৭ কোটি টাকা। অন্যদিকে ব্যাংকের সম্পদের পরিমাণও আরো বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের শেষে গ্রস NPA ছিল ২.৪২%, কিন্তু ২০২৪ সালের শেষে তা ২.০৭%-এ নেমে দাঁড়িয়েছে। একইভাবে নেট NPA ০.৬৪ পার্সেন্ট থেকে কমে ০.৫৩%-এ দাঁড়িয়েছে।

আরও পড়ুন: RBI-এর বড় ঘোষণা! একবার KYC জমা দিলেই হবে, বারবার ঝামেলা পোহাতে হবেনা

ভবিষ্যৎ সম্ভাবনা

ভারতীয় স্টেট ব্যাঙ্কের অস্মিতা প্রকল্প এবং নারী শক্তি প্লাটিনাম ডেবিট কার্ড মহিলাদেরকে স্বনির্ভর করতে আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। এটি শুধুমাত্র লোনের সুবিধা নয়, বরং মহিলাদের জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও বেশি সংখ্যক মহিলাকে স্বনির্ভর করতে সহায়তা করবে।

Leave a Comment