আইপিএল ২০২৫ শুরু হওয়ার আগেই বড়সড় পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই। মাঠে এবার শৃঙ্খলা বজায় রাখতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) আচার আচরণবিধির নিয়ম অনুসরণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ফলে নিয়ম ভাঙলেই পড়তে হবে বড়সড় শাস্তির মুখে।
নতুন নিয়ম চালু করছে বিসিসিআই
আগামী ১৪ই মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫-এর ১৮ তম মরশুম। এর আগেই বিসিসিআই একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যাতে মাঠে খেলোয়াড়দের অনৈতিক আচরণ রোধ করা যায়। সূত্রের খবর অনুযায়ী, এবার থেকে মাঠে নিয়ম ভঙ্গ করলেই আন্তর্জাতিক মানের শাস্তি অপেক্ষা করছে ক্রিকেটারদের উপর।
বিসিসিআই-এর সাধারণ বার্ষিক সভায় এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে। এক বোর্ড কর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “এখন থেকে আইপিএলে লেভেল ১, ২ বা ৩ অপরাধের জন্য আইসিসি অনুমোদিত শাস্তি দেওয়া হবে। এতদিন পর্যন্ত আইপিএলের নিজস্ব নিয়ম ছিল। কিন্তু এবার আমরা আইসিসির আচরণবিধির নিয়ম চালু করব।”
আইপিএলে আগেও খেলোয়াড়দের শাস্তি হয়েছে
গত মরশুমে বেশ কয়েকজন ক্রিকেটার শাস্তির মুখোমুখি হয়েছিলেন। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত রানা শাস্তির মুখোমুখি হয়েছিলেন। SRH-এর মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে তিনি ফ্লাইং কিস ছুড়ে দিয়েছিলেন। এজন্য তার ম্যাচ ফির ৬০% জরিমানা করা হয়েছিল।
এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও একই ঘটনা ঘটানোয় নিষিদ্ধ করা হয়েছিল তাকে। এছাড়াও ম্যাচের উত্তপ্ত পরিস্থিতিতে বেশ কয়েকজন খেলোয়ার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। যার ফলে মাঠে বিশৃঙ্খলা দেখা যায়। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বিসিসিআই।
কী হতে পারে শাস্তি?
আইসিসির আচরণবিধি অনুযায়ী ক্রিকেট মাঠে তিনটি লেভেলে অপরাধ নির্ধারণ করা হয়েছে। সেগুলি হল-
- লেভেল ১ অনুযায়ী জরিমানা, ম্যাচ ফি কেটে নেওয়া হবে এবং সতর্কবার্তা দেওয়া হবে।
- লেভেল ২ অনুযায়ী ম্যাচ সাসপেনশন বা বেশি পরিমাণে জরিমানা নেওয়া হবে।
- লেভেল ৩ অনুযায়ী বেশ কয়েকটি ম্যাচে নিষেধাজ্ঞা বা পুরো টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হতে পারে।
তাই নতুন নিয়ম চালু হলে মাঠে বাজে ব্যবহার করলে এখন তাকে গুরুতর শাস্তির মুখোমুখি হতে হবে সমস্ত ক্রিকেটারকে।
আরও পড়ুন: ৫০০ টাকার নোটে এই চিহ্ন দেখেছেন? আসল নোট নাকি জাল, জানুন সত্যি
কী বলছেন বিশেষজ্ঞরা?
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে। কারণ মাঠের ভিতরে শৃঙ্খলা বজায় রাখা সব থেকে জরুরী। বিশেষত আইপিএলের মত মঞ্চে তরুণ খেলোয়াড়রা আইডল হিসেবে সিনিয়রদের মানে। তাই মাঠের মধ্যে অপেশাদার আচরণ ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব ফেলতে পারে।